চেন্নাইয়ের ৪২ বছরের ঐতিহ্য বদলে দিলেন শান্ত
ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। চেন্নাইয়ে টস জিতে স্বাগতিকদের ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে টাইগাররা। সেই সঙ্গে চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামের ৪২ বছরের ঐতিহ্য বদলে দিয়েছেন নাজমুল হাসান শান্ত।
বৃহস্পতিবার থেকে। সিরিজের প্রথম টেস্টে টস জিতে শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন শান্ত। চেন্নাইয়ে ২০ টেস্ট আর ৪২ বছর পর কোনো অধিনায়ক টস জিতে ফিল্ডিং সিদ্ধান্ত নিলেন।
টস জিতে ফিল্ডিং বেছে নেওয়ার কারণ হিসেবে শান্ত বলেছেন, উইকেটের শুরুর আর্দ্রতা কাজে লাগাতে চান। উইকেট দেখে মনে হচ্ছে প্রথম সেশনে পেসাররা সুবিধা পাবে। টস পর্বে রোহিত শর্মাও বলেছেন, তারও প্রথম পছন্দ ছিল ফিল্ডিং।
শান্তর এই পরিকল্পনাকে বাস্তবে রূপ দিয়েছে টাইগার পেসাররা। ম্যাচের শুরুতে হিটম্যান রোহিত শর্মা, শুভমান গিল এবং বিরাট কোহলিকে সাজঘরে ফিরিয়ে বাংলাদেশকে উড়ন্ত সূচনা এনে দেন পেসার হাসান মাহমুদ।
সোনালী বার্তা/এমএইচ