সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০৫:০২ পূর্বাহ্ন

আটক এ্যাড. সালামের ফাঁসির দাবিতে বিক্ষোভ

মোঃ রমজান আলী, রাজশাহী / ২১ Time View
Update : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪

রাজশাহী মোহনপুর উপজেলার সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড,আব্দুস সালামকে গত ২০ ই সেপ্টেম্বর শুক্রবার রাত ৯ টার দিকে উপশহর নিউমার্কেট থেকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে আটক করেন।

এই খবর শুনতে পেয়ে রাতেই বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন মোড়ে মিষ্টি বিতরণ করেন।আজ ২১ শে সেপ্টেম্বর শনিবার বেলা ১১ টার দিকে তার বিচার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল বের হয়।এই মিছিলটি বিএনপির দলীয় কার্যালয় হতে রাজশাহী নঁওগা মহাসড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে এসে পথসভা করেন।

বিক্ষোভ মিছিল ও পথসভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহবায়ক মাহাবুব-আর-রশিদ।এই আরও উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক জাকির হোসেন বকুল, সদস্য সচিব বাচ্চু রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক কাজিম উদ্দিন সরকার, যুবনেতা মির্জা শওকত, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহাঙ্গীর আলম, শ্রমিক দলের আহবায়ক মোজাম্মেল হক, মৌগাছি ইউনিয়ন বিএনপির সভাপতি নূরে আলম সিদ্দিকী মুকুল,সাধারণ সম্পাদক ইউনুস আলী, জাহানাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহম্মেদ সহ অনেকে।

বক্তরা বিচার ও ফাঁসির দাবি চেয়ে বলেন,২০১৮ সালে জাহানাবাদ পাকুড়িয়া ভোট কেন্দ্রে নিরহ একজন মানুষকে হত্যা,হেলমেট বাহিনীর গড ফাদার, নিয়োগ বানিজ্য,টেন্ডার বানিজ্য,এবং মানুষকে জিম্মি করে কোটি কোটি টাকা হাতিয়ে নেয় এই উপজেলা আওয়ামী লীগের সাবেক চেয়ারম্যান।

সোনালী বার্তা/এমএইচ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর