মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০৮:২২ পূর্বাহ্ন

গাজীপুর প্রেসক্লাবের নব নির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত

কাজী মকবুল গাজীপুর প্রতিনিধি / ৪৯ Time View
Update : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪

গাজীপুর প্রেস ক্লাবের নব নির্বাচিত কমিটির (২০২৪-২৫) শপথ গ্রহণ ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে। শনিবার গাজীপুর জেলা পরিষদ মিলনায়তনে এই শপথ ও দায়িত্ব গ্রহণ সম্পন্ন হয়েছে। প্রেসক্লাবের সকল সদস্যদের উপস্থিতিতে কমিটির শপথ বাক্য পাঠ করান বীর মুক্তিযোদ্ধা মো. হাতেম আলী। এর আগে বিদায়ী কমিটি অনুষ্ঠানিকভাবে তাদের দায়িত্ব হস্তান্তর করেছেন।

গত ১২ সেপ্টেম্বর এক বছর মেয়দী (২০২৪-২০২৫ ) ১৭ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে অধ্যাপক মো. মাসুদুল হক সভাপতি ও এম নজরুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হন। শপথ অনুষ্ঠানের পর বিদায়ী কমিটির সভাপতি অধ্যাপক এনামুল হক অনুষ্ঠানিকভাবে নতুন কার্যনির্বাহী পরিষদের সভাপতি অধ্যাপক মাসুদুল হকের কাছে দায়িত্ব হস্তান্তর করেন। এসময় নবগঠিত কমিটির সদস্য ছাড়াও প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অধ্যাপক এনামুল হকের সভাপতিত্বে ও মাহতাব উদ্দিন আহমদের সঞ্চালনায় বক্তব্য রাখেন-

প্রেসক্লাবের নবাগত সভাপতি অধ্যাপক মাসুদুল হক ও সাধারণ সম্পাদক এম নজরুল ইসলাম। এছাড়াও আরো বক্তব্য রাখেন, সাবেক সভাপতি অধ্যাপক আমজাদ হোসেন, সিনিয়র সহ-সভাপতি সৈয়দ মোকছেদুল আলম লিটন, সহ-সভাপতি মীর মোহাম্মদ ফারুক, যুগ্ম-সম্পাদক মো. আবিদ হোসেন বুলবুল, সাংগঠনিক সম্পাদক মো. আতিকুর রহমান, কোষাধ্যক্ষ আফজাল হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. সাইদুর রহমান সাইদ, নির্বাহী সদস্য মো. হাবিবুর রহমান, রায়হানুল ইসলাম আকন্দ, সিনিয়র সাংবাদিক আবু বকর সিদ্দিক আকন্দ প্রমুখ।

উল্লেখ্য, গত ১২ সেপ্টেম্বর গাজীপুর প্রেসক্লাব কার্যনির্বাহী পরিষদ (২০২৪-২৫) নির্বাচনে বাংলাদেশ বেতারের গাজীপুর প্রতিনিধি মাসুদুল হক সভাপতি, ভোরের কাগজ ও দেশ টিভির গাজীপুর প্রতিনিধি এম. নজরুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সিনিয়র সহ-সভাপতি সৈয়দ মোকছেদুল আলম লিটন (দৈনিক মুক্ত সংবাদ), সহ-সভাপতি মীর মোহাম্মদ ফারুক (বাংলাভিশন), যুগ্ম-সম্পাদক মো. আবিদ হোসেন বুলবুল (দৈনিক সকালের সময়/দি ডেইলি ট্রাইব্যুনাল), সাংগঠনিক সম্পাদক মো. আতিকুর রহমান (দৈনিক সংবাদ ও মোহনা টিভি), কোষাধ্যক্ষ আফজাল হোসেন (দৈনিক আমার সংবাদ), প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. রাকিবুল আলম (দৈনিক মুক্তসংবাদ), দফতর সম্পাদক কাজী মকবুল হোসেন (দৈনিক সোনালীবার্তা/ডেইলি মর্নিং অবজারভার) এবং ক্রীড়া, সাংস্কৃতিক ও কল্যাণ সম্পাদক মো. সাইদুর রহমান সাইদ (দৈনিক মুক্তালোক)।

এছাড়াও নির্বাহী সদস্য হলেন- অধ্যাপক আমজাদ হোসেন (দৈনিক গণমুখ), অধ্যাপক এনামুল হক (দৈনিক বাংলাদেশের খবর/সাপ্তাহিক গাজীপুর সংবাদ), মাহতাব উদ্দিন আহাম্মদ (দি নিউজ টাইমস্), এম এ ফরিদ (দৈনিক তাজা খবর), মো. হাবিবুর রহমান (দি ডেইলি বাংলাদেশ পোষ্ট), মো. আব্দুস সালাম শান্ত ( দৈনিক সাংবাদ প্রতিদিন) ও রায়হানুল ইসলাম আকন্দ (দি ডেইলি ঢাকা ট্রিবিউন)।

সোনালী বার্তা/এমএইচ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর