ভোলায় নৌবাহিনীর যৌথ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী আটক
ভোলায় নৌবাহিনীর যৌথ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী আটক। বাংলাদেশ নৌবাহিনী কন্টিনজেন্ট শুক্রবার ( ২০ সেপ্টেম্বর) ভোলা দৌলতখান থানাধীন ঘুইঙ্গারহাট এলাকায় ম্যাজিস্ট্রেটের পরিস্থিতিতে অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযানে ইয়াবা ও গাঁজাসহ একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী চান মিয়া চান্দু মাঝি কে (৫০) তার নিজ বাসা থেকে আটক করে। পরবর্তীতে তার বাসা তল্লাশি করে ব্যবসার কাজে ব্যবহারিত উল্লেখিত ইয়াবা সহ ৪ টি মোবাইল ফোন এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। চান মিয়া দীর্ঘদিন যাবত ভোলা ভোলা জেলাসহ দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসা ও মাদক চালান করে আসছে।
আটককৃত ব্যক্তির বিরুদ্ধে ইতিমধ্যে ভোলা সদর থানা এবং দৌলতখান থানায় একাধিক মামলার রয়েছে।জিজ্ঞাসাবাদ শেষে আটককৃত ব্যক্তির বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে ভোলা দৌলত থানায় হস্তান্তর করা হয়। উক্ত অভিযানে সময় নৌবাহিনীর সাথে বাংলাদেশ কোস্টগার্ডের র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান এবং বাংলাদেশ পুলিশ সক্রিয়ভাবে কাজপ অংশগ্রহণ করেন।
নৌবাহিনীর বিফ্রিং প্রদান করেছেন লেফটেন্যান্ট কমান্ডার কাজী রিফাত জোয়ায়ের, অপারেশন অফিসার। বলেন আমাদের নৌবাহিনীর যৌথ অভিযান দেশের কল্যাণে স্বার্থে চলমান থাকবে।
এ বিষয়ে দৌলতখান থানার বারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সত্য রঞ্জন খাসকেল সাংবাদিকদেরকে মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
সোনালী বার্তা/এমএইচ