ভোলার কুখ্যাত সন্ত্রাসী দলের প্রধান নান্নু ও আরিফ দেশীয় অস্ত্রসহ আটক
ভোলায় সন্ত্রাস, চাঁদাবাজি ও সাধারন কৃষকের চর দখল ও সন্ত্রাসীদের কর্মকান্ড করার অভিযোগে ভোলার দৌলতখান উপজেলার মদনপূর ইউনিয়নের দুর্ধর্ষ সন্ত্রাসী ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা নাসির উদ্দিন নান্নু (৬২) ও তার ছেলে মোঃ আরিফ (৩৩)কে দেশীয় অস্ত্র সহ আটক করেছে কোস্ট গার্ড। আটককৃতদেরকে ভোলা থানায় হস্তান্তর করা হয়েছে।
গত্কাল শুক্রবার ভোলা সদর পৌরসভার ২নং ওয়ার্ডের আবহাওয়া অফিস রোডের মিয়াজি বাড়িতে অভিযান চালিয়ে ওই সন্ত্রাসীদের আটক করা হয়।
কোস্ট গার্ডের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, দির্ঘ বছর সন্ত্রাসী নাছির উদ্দিন নান্নুর নেতৃত্বে ভোলা স্টেডিয়াম এলাকা ও মদনপুর ইউনিয়নের নিরিহ মানুষকে জিম্মি করে চাঁদাবাজি, জমি দখলসহ নানা সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করে আসছে।
ভূক্তভোগীদের একাধিক অভিযোগের ভিত্তিতে কোস্ট গার্ড, নৌবাহিনী ও পুলিশের যৌথ বাহিনী শুক্রবার রাত আড়াইটা থেকে ভোর ৬টা পর্যন্ত আবহাওয়া অফিস রোডের মিয়াজি বাড়িতে তল্লাশি চালিয়ে ০২ টি দেশীয় পাইপ গান, ১০ টি রামদা, ০৫ বগি দা , ০৪টি দা, ১টি শাবল এবং ২টি মোবাইল সহ এই সন্ত্রাসীদের আটক করে।
পরবর্তীতে আটককৃত সন্ত্রাসীদেরকে ও জব্দ করা আলমত সহ ভোলা মডেল থানায় তাদেরকে হস্তান্তর করা হয়।
উল্লেখ, চর দখলকে কেন্দ্র করে ইতিপূর্বে একজনকে হত্যা করার অভিযোগ উঠে ওই চেয়ারম্যান এর বিরুদ্ধে।
সোনালী বার্তা/এমএইচ