রাঙ্গামাটি শহরে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা বিঘ্নিত
রাঙ্গামাটি শহরে দুই পক্ষে সংঘর্ষের পর ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা বিঘ্নিত হচ্ছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা-সমালোচনা।
এ বিষয়ে সরেজমিনে জানার চেষ্টা করেছে সোনালী বার্তা। খোঁজ নিয়ে জানা গেছে, শুক্রবার দুপুরে সংঘর্ষ চলাকালে বনরুপা এলাকায় বিভিন্ন স্থাপনায় আগুন দেওয়া হয়। এসময় আগুনে ইন্টারনেটের তার পুড়ে যাওয়ায় শুক্রবার দুপুর থেকে রাঙ্গমাটি শহরে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা বিঘ্নিত হচ্ছে। ব্রডব্যান্ড ইন্টারনেট না থাকলেও বিভিন্ন মোবাইল অপারেটরের নেটওয়ার্ক স্বাভাবিক রয়েছে।
শনিবার সকালে বনরুপা এলাকায় ইন্টারনেট সংযোগ স্থাপনে কাজ করছিলেন, ডিডিএন নেটওয়ার্কের কর্মী জগৎ জোতি চাকমা। তিনি বলেন, ভবনে লাগা আগুনে পুড়ে গেছে ইন্টারনেট ব্রডব্যান্ড লাইন। এ কারণে গ্রাহকরা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। আমরা আজ সকাল থেকে সঞ্চালন লাইন ঠিক করার জন্য নেমেছি।
সোনালী বার্তা/এমএইচ