সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০৮:১৭ অপরাহ্ন

ভোলায় উদয়পুর রাস্তার মাথায় ব্যবসা প্রতিষ্ঠান জোরপূর্বক দখলে নেয়ার অভিযোগ

ভোলা প্রতিনিধি / ২৭ Time View
Update : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪

ভোলার বোরহানউদ্দিন উপজেলার উদয়পুর রাস্তার মাথা এলাকায় সালেহ আহমেদ পাটোয়ারী নামের এক ব্যবসায়ীর ব্যবসা প্রতিষ্ঠান জোরপূর্বক দখলে নেয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে ভুক্তভোগী স্থানীয় প্রশাসনের কাছে বিষয়টি মৌখিকভাবে জানিয়েছেন।

সূত্রে জানা যায়, বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড মৃত মজিবল হকের ছেলে সালেহ আহমেদ পাটোয়ারীর সঙ্গে একই জায়গার মুনসুর আহমেদ মিয়ার সঙ্গে একটি দোকানঘর নিয়ে দীর্ঘদিন যাবত দ্বন্দ্ব চলছে। এ বিষয়ে স্থানীয় পর্যায়ে একাধিক সালিশ বিচার হওয়ার পাশাপাশি আদালতে মামলাও হয়েছে। এরপরও আইনের তোয়াক্কা না করে ক্ষমতা দেখিয়ে সালেহ আহমেদ পাটোয়ারীর একটি দোকানঘর জোরপূর্বক দখল করার চেষ্টা করা হচ্ছে।

ভুক্তভোগী সালেহ আহমেদ সাংবাদিকদের জানান, উদয়পুর রাস্তার মাথা বাজারে দীর্ঘদিন দুই যুগের বেশি সময় ধরে তিনি ব্যবসা করে আসছেন। গেল ২০২১ সালে একই জায়গার মুনসুর আহমেদ, আরজু মিয়া এবং তোতা মিয়া একত্রিত হয়ে তার একটি দোকানঘর জোরপূর্বক দখলে নেয়ার চেষ্টা করে। বিষয়টি নিয়ে বাজার কমিটি মিমাংসা করে দিলেও অভিযুক্তরা তা মানতে নারাজ। উল্টো দোকানটিতে তালা মেরে রাখা হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।

সালেহ আহমেদ পাটোয়ারী বলেন, অভিযুক্ত মুনসুর আহমেদ মিয়ার ছেলে মহসিন একজন এনএসআই এর জুনিয়র ফিল্ড অফিসার। তার ক্ষমতার অপব্যবহার করে তারা সংঘবদ্ধ হয়ে জবরদখল করার চেষ্টা করছেন। যেকোনো সময় এ ঘটনায় প্রাণ শঙ্কার আশঙ্কা করা হচ্ছে।

এ বিষয়ে অভিযুক্তরা বলেন, বিরোধপূর্ণ দোকানটি তাদের জমিনে নির্মাণ করা হয়েছে। এ বিষয়ে তারা আদালতে মামলা করলে আদালত তাদের পক্ষে রায় দেন। কিন্তু সালেহ আহমেদ পাটোয়ারী সেই রায় না মেনে উল্টো আপিল বিভাগে রায়ের বিপক্ষে আপিল করেছেন। যা এখনো চলমান। এছাড়াও উক্ত জমি নিয়ে অভিযুক্তদের আরো একটি মামলা আদালতে চলমান আছে।

এ বিষয়ে বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জব্বারুল ইসলাম বলেন, জমিসংক্রান্ত বিষয়ে মুনসুর আহমেদ একটি লিখিত অভিযোগ দিয়েছে। পুলিশ অভিযোগটি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নিবে।

ভোলায় যৌথবাহিনীর দায়িত্বে থাকা নৌবাহিনীর এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, এ বিষয়ে তাদেরকে অবগত করা হয়েছে। আপাতত এ বিষয়ে তারা কোনো সিদ্ধান্ত নেননি।

এদিকে ঘটনাস্থল বোরহানউদ্দিন উপজেলার উদয়পুর রাস্তা মাথা বাজারে গিয়ে দেখা গেছে, মুনসুর আহমেদের ছেলে এনএসআই অফিসার মহসিনসহ আরো বেশ কয়েকজন যুবক উক্ত দোকানঘর জোরপূর্বক দখলে নেয়ার পায়তারা চালাচ্ছে।

সোনালী বার্তা/এমএইচ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর