মাদারীপুরে পৃথকস্থানে সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুইজন নিহত
মাদারীপুরে পৃথকস্থানে সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরো ৬ জন। রোববার (২২ সেপ্টেম্বর) সকালে কালকিনি উপজেলার চরবিভাগদী গ্রামে ভ্যানচাপায় দুই বছরের শিশু হাবিবা এবং দুপুরে সদর উপজেলার মঠেরবাজার এলাকায় ট্রাক-ইজিবাইক সংঘর্ষে ১৭ বছর বয়সী লাইচান নিহত হয়েছে।
নিহত হাবিবা কালকিনি উপজেলার চরবিভাগদী গ্রামের রাশেদ মুন্সির মেয়ে এবং লাইচান সদর উপজেলার বাবনাতলা এলাকার ডালিম মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার দুপুরে শরীয়তপুর থেকে কাঠবোঝাই করে একটি ট্রাক খুলনা যাচ্ছিল। মাদারীপুর সদর উপজেলার মঠেরবাজার এলাকায় আসলে সামনে থাকা একটি ইজিবাইককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় লাইচান। এ সময় নারীসহ আহত হন ইজিবাইকে থাকা আরও ৬ যাত্রী। তাদেরকে উদ্ধার করে জেলার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এর আগে সকালে কালকিনি উপজেলার চরবিভাগদী গ্রামে রাস্তা পার হওয়ার সময় ভ্যানচাপায় গুরুতর আহত হয় শিশু হাবিবা। পরে স্থানীয়রা হাবিবাকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
কালকিনি থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় কুমার ঘোষ ও সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
মাদারীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. রিয়াদ মাহমুদ জানান, সড়ক দুর্ঘটনায় ১৭ বছর বয়সী একজন মারা গেছেন। এছাড়া আহত হয়েছেন বেশ কয়েকজন। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য তাদের মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।
সোনালী বার্তা/এমএইচ