সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০৮:০২ অপরাহ্ন

লক্ষ্মীপুরে আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক / ২২ Time View
Update : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪

লক্ষ্মীপুরে ওয়ার্ড পর্যায়ের এক আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে তার ছেলে অভিযোগ করেছেন।

সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের পাঁচপাড়া গ্রামে রোববার রাত সাড়ে ৮টার দিকে নুর আলমকে পিটিয়ে হত্যা করা হয় বলে তার ছেলে আরিফ হোসেন জানান।

৬০ বছর বয়সী নুর চন্দ্রগঞ্জ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। তার বাড়ি পাঁচপাড়া গ্রামে। তিনি বাড়ির পাশে একটি দোকানে পোশাক সেলাইয়ের কাজ করতেন।

আওয়ামী লীগের নেতার লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনার জন্য খোকন নামে স্থানীয় এক বিএনপি কর্মীকে দায়ী করেছে নিহতের পরিবার।

ঘটনার বর্ণনায় নিহতের ছেলে আরিফ বলেন, সন্ধ্যার পর আমার বাবা ঘরে ছিলেন। এ সময় তার মোবাইল ফোনে কে বা কারা কল করে জানায় যে, লোকজন তাকে মারতে আসছে। তখন তিনি ঘর থেকে বেরিয়ে যাওয়া মাত্রই বাড়ির পেছনে হামলাকারীরা তাকে আক্রমণ করে। তাকে লাঠিসোঁটা দিয়ে মারধর করা হয়।

এক পর্যায়ে তিনি পুকুরে পড়ে যান। সেখান থেকে তুলে তাকে পিটিয়ে হত্যা করা হয়। আমার বাবা তাদের বলেছিলেন, ‌‌আমাকে মেরো না, তুলে নিয়ে যাও। তারপরও তারা মেরে ফেলল।

আমার মাকেও মারধর করা হয়েছে। আমার বাবা আওয়ামী লীগের রাজনীতি করলেও কারো ক্ষতি করেননি। হামলার পর প্রথমে তাকে চন্দ্রগঞ্জের একটি হাসপাতালে, পরে জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরিফ দাবি করেন, চন্দ্রগঞ্জ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা খোকন নামের একজনকে তিনি চিনতে পেরেছেন, যিনি হামলার নেতৃত্বে ছিলেন। তার সঙ্গে আরও ১০-১২ জন ছিলেন। খোকন বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত।

চন্দ্রগঞ্জ থানার ওসি এমদাদুল হক বলেছেন, একজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। তার মরদেহ সদর হাসপাতালে আছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সোনালী বার্তা/এমএইচ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর