শার্শায় জাল নোটসহ দুই যুবক আটক
যশোরের শার্শায় ১৭ হাজার টাকার জাল নোটসহ দুই যুবককে আটক করেছে বাংলাদেশ বডার গার্ড বিজিবি’র সদস্যরা। এসময় জাল নোট ব্যবসার কাজে ব্যবহৃত দুইটি মোবাইল ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
শনিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় শার্শার আমড়াখালী চেকপোস্টের সামনে থেকে তাদের দুইজনকে আটক করা হয়।
রবিবার (২২ সেপ্টেম্বর) বিকালে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়ন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
আটকরা হলেন, বেনাপোল পাটবাড়ী গ্রামের আবু বক্করের ছেলে আলমগীর ও একই গ্রামের নাসির উদ্দিনের ছেলে সাব্বির।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক পরবর্তী দেহ তল্লাশি করে প্যান্টের পকেটে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ১৭ হাজার জাল টাকার নোটসহ আটক করা হয়। তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জাল টাকার ব্যবসার সাথে জড়িত বলে স্বীকার করেছেন। পরবর্তীতে আটক দুই আসামীকে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান বিজিবি’র ঐ কর্মকর্তা।
সোনালী বার্তা/এমএইচ