আমার বৈধ বালু মহলে এসিল্যান্ড অভিযান চালিয়ে ভাইকে জেল দিয়েছে
আমার বৈধ বালু মহলে এসিল্যান্ড অভিযান দিয়ে এস্কেভেটর এবং ড্রেজার মেশিনের ব্যাটারি ভাঙচুর ও জব্দ করেছে, আমার বড় ভাইকে এক মাসের জেল দিয়েছে। সন্ধ্যার পরে এসিল্যান্ডের অফিসে গেলে এসিল্যান্ড আমার কাছে ৩০ লক্ষ টাকা ঘুষ চেয়েছে। না দিলে চর চালাতে দেবে না বলে হুমকি দিয়েছে” সোনালী বার্তা কে এমনটাই জানাচ্ছিলেন মাগুরা শ্রীপুর উপজেলার রাজধারপুর বালু মহলের ইজারাদার মোঃ আকিদুল ইসলাম।
“অভিযানে এসে এসিল্যান্ড পুলিশের হাত থেকে রুল নিয়ে নিজে আমাকে মারধর করে আহত করেছে। আমি এর বিচার চাই” বলছিলেন বালুমহলে কর্মরত স্কেভেটরের ড্রাইভার ইসলাম মিয়া।
“ইজারাকৃত বালু মহলের জন্য নির্ধারিত এলাকার বাইরে এবং নির্মাণাধীন রেল ব্রিজের পিলারের নিকটবর্তী স্থান থেকে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের খবর পেয়ে অভিযান পরিচালনা করেছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা সাপেক্ষে মাটি বালি ব্যবস্থাপনা আইন মেনে ব্যবস্থা নিয়েছি। আগে পরে কি ঘটনা ঘটেছে জানি না, অভিযান পরিচালনা কালে কাউকে মারধোরের কোন ঘটনা ঘটে নাই” অভিযোগ অস্বীকার করে এমনটাই বলছিলেন মাগুরার শ্রীপুর উপজেলায় দায়িত্বপ্রাপ্ত এবং উক্ত বালু মহলে অভিযান পরিচালনা করি সহকারী কমিশনার ভূমি মোঃ মামুন শরীফ।
উল্লেখ্য, দরপত্র আহবানের মাধ্যমে মাগুরার শ্রীপুর উপজেলার রাজধারপুর বালু মহল ইজারা দেয় মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ের রাজস্ব শাখা। বালুমহলটি ২ কোটি ৫৫ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যে ১৪৩১ বঙ্গাব্দে এক বছর সময়সীমা নির্ধারণ সাপেক্ষে ভোগ দখলের জন্য ইজারা পায় ফরিদপুর জেলার কামারখালি উপজেলার পশ্চিম আড়পাড়া গ্রামের ঠিকাদার মোঃ আকিদুল ইসলাম। তিনি ঐ গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে এবং পরিচিত বালু ব্যবসায়ী। গত ২৮/৫/২৪ ইং তারিখ জেলা প্রশাসকের কার্যালয় মাগুরার দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) প্রশান্ত কুমার বিশ্বাসের স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনের মাধ্যমে ইজার মূল্যের উপর ১৫ শতাংশ ভ্যাট বাবদ ৩৮ লাখ ৩২ হাজার ৫০০ টাকা এবং ১০ শতাংশ আয়কর বাবদ ২৫ লক্ষ ৫৫ হাজার টাকা যথাযথ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট শাখায় পরিশোধ হয়েছে উল্লেখ করে প্রজ্ঞাপন জারির তারিখ হতে ০৭ কার্য দিবসের মধ্যে বালু মহলটির দখল ইজারাদারকে বুঝিয়ে দিয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয় সংশ্লিষ্ট দপ্তরকে। ইজারাদার কে দখল ও বুঝিয়ে দেয় সংশ্লিষ্ট দপ্তর। তখন থেকে ইজারাদার বালু মহলটি ভোগ দখল করে আসছেন।
গত ০৪/০৯/২০২৪ ইং এবং ১১/০৯/২০২৪ইং পৃথক দুটি তারিখে মোঃ আকিদুল ইসলামের ভোগ দখলকৃত বালু মহলে অভিযান চালায় সহকারী কমিশনার (ভূমি) শ্রীপুর, মামুন শরীফ। এ সময় বালু উত্তোলনের ব্যবহৃত ড্রেজার মেশিন এবং স্কেভেটরের ব্যাটারি জব্দ সহ ইজারাদারের বড় ভাই মুন্সি মোহাম্মদ শাহিদুল ইসলাম কে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।
সোনালী বার্তা/এমএইচ