শার্শার কায়বা ইউনিয়ন পরিষদে ভিজি ডি’র চাল বিতরণ
যশোরের শার্শা উপজেলাধীন কায়বা ইউনিয়নে ভিজি ডি’র কার্ডধারী সুবিধাভোগী ২৭৮ জন মহিলার হাতে জুলাই ও আগষ্টের ৩০+ ৩০=৬০ কেজি করে মোট ১৬,৬৮০ চাল বিতরণ করা হয়।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে কায়বা ইউনিয়নের মাধ্যমে ভিজি ডি’র কার্ডধারীদের মাঝে এ চাল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন কায়বা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আলতাব হোসেন, ট্যাগ অফিসার এ.কে এম নুরুজ্জামান, ইউপি সদস্য সহিদুল ইসলাম ময়না, আখতারুজ্জামান,
মহিলা সদস্য আর্জিনা খাতুন, নুরজাহান খাতুন, রেহেনা পারভীন। ইউপি সচিব মোঃ আবু জাফর, উক্ত ইউনিয়নে কর্মরত গ্রাম পুলিশের সদস্য বৃন্দ।
সোনালী বার্তা/এমএইচ