দুই কোটি ৩০ লাখ টাকার স্বর্ণ জব্দ, পাচারকারি আটক
যশোরের বেনাপোল কাঁচা বাজার এলাকা থেকে ২ কেজি ৩০০ গ্রাম ওজনের ৫ টি স্বর্ণের বারসহ কদম আলী (৩৫) নামে এক পাচারকারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলদেশ (বিজিবি) সদস্যেরা।
আজ বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে স্বর্ণের বারসহ তাকে আটক করা হয়।
আটক কদম আলী বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের আজিজুর রহমানের ছেলে।
বিজিবি জানায়, গোপন খবরের তারা জানতে পারেন স্বর্ণের একটি বড় চালান ভারতে পাচারের উদ্দেশ্যে এক পাচারকারি বেনাপোল কাঁচাবাজার এলাকায় অবস্থান করছে। এমন খবরের বিজিবির একটি দল সেখানে অভিযান চালিয়ে কদম আলী নামে এক পাচারকারিকে হাতেনাতে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে ৫ টি স্বর্ণের বার পাওয়া যায়।
জব্দ করা স্বর্ণের বাজারমূল্য প্রায় ২ কোটি ৩০ লাখ টাকা বলে জানায় বিজিবি।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্ণেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, এক স্বর্ণ পাচারকারিকে আটক করা হয়েছে। আটকের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোর্পদ করা হয়েছে। জব্দকৃত স্বর্ণের বারগুলি যশোর সরকারি ট্রেজারি শাখায় জমা দেওয়া হয়েছে বলেও তিনি জানান।
সোনালী বার্তা/এমএইচ