রাজশাহী মহানগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৬
রাজশাহী মহানগরীতে অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে ১৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দিনগত রাত থেকে শুরু করে মঙ্গলবার ভোররাত পর্যন্ত চলা অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), মোঃ জামিরুল ইসলাম।
মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-৯ জন, চন্দ্রিমা থানা-১ জন, কাটাখালী থানা-১ জন, শাহমখদুম থানা-২ জন, এয়ারপোর্ট থানা-১ জন, পবা থানা-১ জন ও কাশিয়াডাঙ্গা থানা-১ জনকে আটক করে।
যার মধ্যে ৪ জন ওয়ারেন্টভুক্ত আসামি ও অন্যান্য অপরাধে ১২ গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
সোনালী বার্তা/এমএইচ