মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০৯:৪৫ পূর্বাহ্ন

বোয়ালমারী থানার স্কুল ছাত্রী অপহরণ মামলার আসামি গাজীপুরে আটক, ভিকটিম উদ্ধার

কাজী মকবুল গাজীপুর / ২০ Time View
Update : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪

ফরিদপুর জেলার বোয়ালমারী থানাধীন চতুল উচ্চবিদ্যালয়ের ৮ম শ্রেনীতে পড়ুয়া সেলী ১৪ (ছদ্ম) নামের এক কিশরী অপহরণ মামলার মুল আসামি আটকসহ গাজীপুরের মৌচাক এলাকা থেকে ভিকটিম উদ্ধার করা হয়েছে।

(২৭ সেপ্টেম্বর) শুক্রবার দুপুরে গাজীপুর জেলা পুলিশ সুপার কার্যালয়ের হল রুমে এক প্রেস রিলিজের মাধ্যমে ডিএসবির এডিশনাল এস,পি রবিউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

ঘটনার বিবরণে জানাযায়, কুষ্টিয়ার দৌলতপুর থানাধীন বাগুয়ানা গ্রামের বাসিন্দা ইউনুছ শেখের ছেলে মোঃ ফয়সালের সাথে ফরিদপুরের বোয়ালমারী থানাধীন চতুল উচ্চ বিদ্যালয়ের এক অষ্টম শ্রেণীর পড়ুয়া ছাত্রী ছদ্দ নাম (শেলী ১৪) এর সাথে সামাজিক যোগাযোগ টিকটিকের মাধ্যমে পরিচয়, এর পর থেকে আসামি ফয়সাল শেলী (ছদ্মনাম) কে বিভিন্ন সময় প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল কিন্তু ঐ কিশোরী ফয়সালের প্রস্তাব প্রত্যাখান করায় আসামি ফয়সাল  ক্ষিপ্ত হয়ে তাঁকে অপহরণের সুযোগ খুঁজতে থাকে।

গত ২০/৮/২৪ইং তারিখ সকাল ৭:৩০ঘটিকার সময়ে সেলী (ছদ্মনাম) ও তার জমজ বোন  প্রাইভেট পড়ার জন্য বাসা থেকে বের হলে চতুল ব্রিজের উত্তর পাশে ওৎপেতে থাকা আসামি ফয়সাল ও তার সহযোগিরা মিলে চেতনানাশক স্প্রে দ্বা অচেতন করে একটি মাইক্রোবাসে অপহরণ করে নিয়ে পালিয়ে যায়।

অতঃপর ২৫/৮/২০২৪ ইং তারিখ শেখ খলিল বাদী হয়ে ফরিদপুর বোয়ালমারী থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা নং ২৩- ৭/৩০ধারা রুজু করেন। এর পর বাদীপক্ষ খোঁজখবর নিয়ে  আসামি গাজীপুর অবস্থা করছে বলে জানতে পেরে গাজীপুর জেলা পুলিশ সুপার আবুল কালাম( অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) কে অবহিত করলে তার নির্দেশে মামলার তদন্তকারী কর্মকর্তা রিকুইজিশন মুলে ডিবির অতিরিক্ত পুলিশ সুপার এর তত্বাবধানে পুলিশ পরিদর্শক কে এম জাহাঙ্গীর কবিরের নেতৃত্বে ডিবির একটি টিম তথ্য প্রযুক্তি ব্যাবহারের মাধ্যমে গাজীপুরের কালিয়াকৈ থানাধীন মৌচাক জুদিরচালা এলাকার তাসলিমার ভাড়াটিয়া  বাসা থেকে অপহরণকৃত সেলী (ছদ্মনাম) কে উদ্ধার  ও মুল আসামি ফয়সাল কে আটক করা হয়। প্রেস রিলিজে আরও  উপস্থিত ছিলেন মোঃদেলোয়ার হোসেন ওসি, ডিবি,গাজীপুর জেলা ও মোঃ আবুল বাসার ডি আই ও।

সোনালী বার্তা/এমএইচ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর