মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০৮:৩৮ পূর্বাহ্ন

ভোলার টেক্সটাইল ইনস্টিটিউটের অধ্যক্ষ কে বিদায় সংবধর্না

রিয়াজ হোসেন শান্ত,ভোলা / ৫০ Time View
Update : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪

বিদায় সব সময় বেদনার হলেও কখনো কখনো তা চিরস্মরণীয় হয়ে থাকে। এমনই এক বিদায়ী সংবর্ধনা পেয়েছেন ভোলা টেক্সটাইল ইনস্টিটিউটের অধ্যক্ষ সাইদুর রহমান ভূইয়া। ওই শিক্ষকের অবসরজনিত বিদায় উপলক্ষে ছাত্র ছাত্রীদের পক্ষ থেকে বর্ণিল এই আয়োজন করা হয়।

বুধবার সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৃহস্পতিবার সকাল ১০ টায় ভোলা টেক্সটাইল ইনস্টিটিউটের হল রুমে অধ্যক্ষ সাইদুর রহমান ভূইয়া-কে ছাত্র ছাত্রীদের পক্ষ থেকে দেওয়া হয়েছে এই সংবর্ধনা।

এসময় অধ্যক্ষ মোঃ সাইদুর রহমান ভূইয়া তার দীর্ঘ কর্ম জীবনের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন। পাশাপাশি শিক্ষার্থীরা বলেন তিনি শুধু শিক্ষক ছিলেন না, তিনি পিতার মতো আমাদের স্নেহ করতেন। তিনি না থাকলেও তার দেওয়া শিক্ষা আমাদের মানবিক জীবন গড়তে সহায়ক হবে।

ভোলা টেক্সটাইল ইনস্টিটিউটের নবাগত অধ্যক্ষ শফিউল আলমের সভাপতিত্বে উক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য প্রধান করেন, ভেদুরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ওয়ালীউল্লাহ, বিএডিসি’র ইন্জিনিয়ার ফরিদ উজ জামান ভূইয়া, ভোলা টেক্সটাইল ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক মোঃ সেলিম আক্তার, সরিতোষ কুমার পাল, মোঃ শহিদুল ইসলাম, রেদোয়ান হোসেন, জহিরুল ইসলাম, জাহাঙ্গীর আলম।

উক্ত অনুষ্ঠানে অবিভাবক, শিক্ষক শিক্ষার্থী সহ নানা শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

দোয়া মোনাজাতের মধ্যে দিয়ে অনুষ্ঠানটি সমাপ্তি করা হয়।

উল্লেখ্য, সাইদুর রহমান ভূইয়া ২০২০ সালের ১৬ই মার্চ পদন্নোতি পেয়ে ভোলা টেক্সটাইল ইনস্টিটিউটে অধ্যক্ষ হিসেবে যোগদান করে।

সোনালী বার্তা/এমএইচ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর