শিবচরে ইজিবাইকের ধাক্কায় ইউপি সদস্য নিহত
মাদারীপুরের শিবচরে সড়ক দুর্ঘটনায় আবুল কাশেম ফকির (৫৫) নামে এক ইউপি সদস্য নিহত হয়েছেন।বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে শিবচর উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়ন পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল কাশেম ফকির শিবচর উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য ও মাগুরখন্ড গ্রামের ইয়াছিন ফকিরের ছেলে।
স্থানীয়রা জানায়, দুপুরে ইউনিয়ন পরিষদের কাজ শেষে ভ্যানযোগে বাড়ি ফিরছিলেন আবুল কাশেম ফকির। এ সময় ভ্যানটিকে পেছন থেকে একটি ব্যাটারিচালিত ইজিবাইক ধাক্কা দেয়। এতে ছিটকে মাটিতে পড়ে গুরুতর আহত হন ইউপি সদস্য। পরে স্থানীয়রা গুরুতর অবস্থায় উদ্ধার করে পাঁচ্চর রয়েল প্রাইভেট হাসপাতালে নিলে সেখানকার চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোকতার হোসেন বলেন, খবর পেয়ে শিবচর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
সোনালী বার্তা/এমএইচ