মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০৮:০৪ পূর্বাহ্ন

পুঠিয়ার বানেশ্বরে সড়ক ও জনপদের জমি দখল করে ঘর নির্মাণের অভিযোগ

মোঃ রমজান আলী, রাজশাহী / ২৫ Time View
Update : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪

রাজশাহীর পুঠিয়ার বানেশ্বরে সড়ক ও জনপথ বিভাগের অধিগ্রহণকৃত জমিতে অবৈধ ভাবে দখল করে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। গত ১৯ সেপ্টেম্বর ২০২৪ ইং তারিখে এলাকাবসীর পক্ষে মোঃ জাহাঙ্গীর আলম রাজশাহী সড়ক ভবনের নির্বাহী প্রকৌশলী বরাবর একটি লিখিত অভিযোগ জমা দেন।

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার বানেশ্বর-সারদা সড়কের শহিদ নাদের আলী স্কুলের দক্ষিণ পার্শ্বে নারদ নদী পর্যন্ত সড়ক ও জনপথের অধিগ্রহণকৃত জমি সাবেক দাগ ৩৫৩, ৩৫৪ যাহার হাল দাগ ৩৮৭ ও ৩৮৮ দাগে ৫৯ শতক জমি রয়েছে। সেই জমিতে পুঠিয়া উপজেলার বানেশ্বর এলাকার শরিফুল ইসলাম ও চারঘাট উপজেলার মৌগাছি এলাকার আব্দুল আওয়াল, বানেশ্বর এলাকার শরিফ মন্ডলের ছেলে সেলিম মন্ডলসহ কয়েকজন বালি দিয়ে খাল ভরাট করে টিনের দোকান ঘর নির্মাণ শুরু করে। এ সময় এলাকাবাসী প্রতিবাদ করেও কোন লাভ হয়নি। তারা জোরপূর্বক সেখানে ঘর নির্মাণ করে।

এলাকাবাসীর পক্ষে মোঃ জাহাঙ্গীর আলম জানান, সরকারী সম্পত্তি কিছু ভূমি দূর্বত্ত অবৈধ ভাবে জোরপূর্বক দখল করে ঘর নির্মাণ করে। এর ফলে ২টি গোরস্থান সহ এলাকাবাসীর যাতায়াতের পথ বন্ধ হয়ে গেছে। বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য তিনি জোর দাবী জানিয়েছেন।
শরিফুল ইসলাম জানান, যে জমিতে ঘর করিছি, তার পেছনে শরীফ মন্ডলের রেকর্ড কৃত জমি ক্রয় করেছি । সেই জমির সামনে চা স্টল দেওয়ার জন্য দোকান ঘর করছি।

মৃত শরিফ মন্ডলের ছেলে সেলিম মন্ডল জানান, বাপের রেকর্ডের সূত্র বলে সেখানে চা-টা বেচে খাবো বলে কেউ ঢব দিচ্ছে, কেউ আবার বালি ফেলে দোকান করছে।

এ ব্যাপারে রাজশাহী সড়ক ভবনের উপ-বিভাগীয় প্রকৌশলী রেজওয়ানা করিম জানান, অভিযোগ পাওয়ার পর আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। সেখানে সার্ভেয়ার পাঠানো হবে। ইতিমধ্যে আমরা দখলদারদেরকে নোটিশ জারি করেছি। তারা যদি সড়ক ও জনপথের জায়গা দখল করে তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, বানেশ্বর ট্রাফিক মোড় থেকে সারদা সড়কের শহিদ নাদের আলী স্কুলের দক্ষিণ পার্শ্বে নারদ নদী পর্যনÍ সড়ক ও জনপথের অধিগ্র্রহণকৃত জমি বিভিন্ন সময়ে প্রভাবশালীরা দখল করে বাড়ি, গোডাউন, দোকানঘর নির্মান করে আসছে।

সোনালী বার্তা/এমএইচ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর