কানপুর টেস্ট প্রথম সেশনের খেলা বাতিল
কানপুরে রাতভর বৃষ্টি হয়েছে। সকালে দেখে গেছে উইকেট ঢেকে রাখা রয়েছে। আউটফিল্ড শুকানোর কাজ করছেন মাঠকর্মীরা। বলা হয়েছিল, এক ঘণ্টা পর খেলা শুরু হতে পারে। কিন্তু আউটফিল্ড এতটাই ভেজা যে, শেষ পর্যন্ত প্রথম সেশনের খেলাই বাতিল করতে হলো আম্পায়ারদের।
বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টায় মাঠ পরিদর্শন করবেন আম্পায়াররা। এই ঘোষণার আগ পর্যন্ত দেখা গেছে, মাঠকর্মীরা কাজে ব্যস্ত।
আজ রোববার তৃতীয় দিনের খেলা শুরু হওয়ার কথা ছিল। এর আগে গতকাল শনিবার ম্যাচের দ্বিতীয় দিনে বৃষ্টির কারণে একটি বলও মাঠে গড়াতে পারেনি। আর প্রথম দিনে খেলা হয়েছে মাত্র ৩৫ ওভার।
৩৫ ওভার ব্যাট করে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১০৭ রান। খেলা শুরু হলে ব্যাটিংয়ে নামবেন প্রথম দিনে অপরাজিত থাকা মুমিনুল হক ও মুশফিকুর রহিম।
সোনালী বার্তা/এমএইচ