মাদারীপুরে আন্তর্জাতিক ইশারা ভাষা দিবস ও বধির সপ্তাহ পালিত

মাদারীপুরে আন্তর্জাতিক ইশারা ভাষা দিবস ও বধির সপ্তাহ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার (২৯ সেপ্টেম্বর) সকালে মাদারীপুর জেলা বাক ও শ্রবন প্রতিবন্ধি কল্যান সংস্থার আয়োজনে একটি র্যালি অনুষ্ঠিত হয়। পরে সংস্থাটির কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মাদারীপুর জেলা বাক ও শ্রবন প্রতিবন্ধি কল্যান সংস্থার সভাপতি শাহাদাত হোসেন হারু চৌধুরী’র সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, মাদারীপুর শহর সমাজ সেবা কার্যালয়ের অফিসার মো. তাহিসন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বাক ও শ্রবন প্রতিবন্ধি কল্যান সংস্থার সাধারণ সম্পাদক লিটন হাওলাদার, সাংবাদিক সংগঠন মৈত্রী মিডিয়া সেন্টারের সাধারণ সম্পাদক এস এম আরাফাত হাসান, যুগ্ন সাধারণ সম্পাদক আরিফুর রহমান, সাংগঠনিক সম্পাদক মহিবুল আহসান লিমন সহ জেলা বাক ও শ্রবন প্রতিবন্ধি কল্যান সংস্থার অন্যান্য নেতৃবৃন্দ।
বাংলাদেশ জাতীয় বধির সংস্থার সহযোগিতায় এর আয়োজন করা হয়।
উল্লেখ্য, ২৩ সেপ্টেম্বর আন্তর্জাতিক ইশারা ভাষা দিবস এবং ২০ থেকে ২৬ সেপ্টেম্বর ‘আন্তর্জাতিক বধির সপ্তাহ’। বিশ্বের সব দেশের মত বাংলাদেশেও কেন্দ্রীয় ও দেশব্যাপী একযোগে দিবসটি পালন করা
সোনালী বার্তা/এমএইচ