থাইল্যান্ডে বাসে আগুন, শিশুসহ ২৫ জনের মৃত্যুর শঙ্কা
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের কাছেই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী একটি বাস দুর্ঘটনায় পড়ার পর সেটিতে আগুন ধরে গেছে। এতে অন্তত ২০ শিশুসহ ২৫ জনের মৃত্যু হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
দুর্ঘটনার কবলে পড়া বাসটি উত্তরাঞ্চলীয় উথাই থানি প্রদেশের একটি স্কুল ফিল্ড ট্রিপ থেকে ফিরে আসা শিশু ও শিক্ষকদের বহন করছিল।
দুর্ঘটনার কবলে পড়া বাসটি উত্তরাঞ্চলীয় উথাই থানি প্রদেশের একটি স্কুল ফিল্ড ট্রিপ থেকে ফিরে আসা শিশু ও শিক্ষকদের বহন করছিল।
মঙ্গলবার (১ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়েছে, ওই বাসটির ভেতর থেকে ১৬ শিশু ও তিনজন শিক্ষক বেরিয়ে আসতে পেরেছেন বলে জানা গেছে। তবে এখনও ২২ শিশু ও তিনজন শিক্ষক ‘নিখোঁজ’ রয়েছেন।
দুর্ঘটনাস্থলের প্রকাশিত ছবিতে দেখা গেছে, বাসটি আগুনে সম্পূর্ণ পুড়ে গেছে। তদন্তকারীরা আগুনের উত্তাপের কারণে গাড়ির ভেতরে প্রবেশ করতে পারেনি বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।
বাসটি উত্তরাঞ্চলীয় উথাই থানি প্রদেশের একটি স্কুল ফিল্ড ট্রিপ থেকে ফিরে আসা শিশু শিক্ষার্থী ও শিক্ষকদের বহন করছিল।
থাইল্যান্ডের পরিবহনমন্ত্রী সুরিয়াহে জানান, এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। বাসটি সিএনজি-চালিত (কমপ্রেসড ন্যাচারাল গ্যাস) ছিল কি না তা খতিয়ে দেখা হবে।
তিনি বলেন, মন্ত্রণালয়কে অবশ্যই একটি উপায় বের করতে হবে। সম্ভব হলে এই ধরনের যাত্রীবাহী যানবাহনের জন্য সিএনজি ব্যবহার নিষিদ্ধ করা হবে। কারণ এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
সোনালী বার্তা/এমএইচ