বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ০৭:৩৭ অপরাহ্ন

দুর্গাপূজায় বিএনপি নেতাকর্মীরা প্রহরীর ভূমিকায় থাকবেন : আজাদ

নিজস্ব প্রতিবেদক / ১৪ Time View
Update : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪

বিএনপির ঢাকা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ বলেছেন, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সনাতন সম্প্রদায় মানুষের যেন নিরাপত্তা নিয়ে কোনো সমস্যা না হয় সেজন্য বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা প্রহরীর ভূমিকায় থাকবেন।

এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সারাদেশে নেতাকর্মীদের দিকনির্দেশনা দিয়েছেন। তারই ধারাবাহিকতায় সারাদেশে সনাতন ধর্মের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করা হচ্ছে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) রাতে মুন্সীগঞ্জের মুক্তারপুর মন্দিরে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সভায় বিএনপি’র ঢাকা বিভাগের আরেক সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর টিটো, মুন্সীগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মহিউদ্দিন, জেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান রতনসহ স্থানীয় বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নজরুল ইসলাম আজাদ আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হিন্দু সম্প্রদায়ের আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে খুবই সিরিয়াস। প্রত্যেকটি নেতাকর্মীকে খুবই সতর্কতার সঙ্গে কাজ করতে বলেছেন।

তিনি বলেন, আমরা ঢাকা বিভাগ থেকে শুরু করে সারাদেশে সাংগঠনিক টিমগুলো কাজ করে যাচ্ছি। আপনাদেরকে কীভাবে নিরাপত্তা দেওয়া যায় সেজন্য বলেছেন। আমাদেরকে যেকোনো ত্যাগ শিকার করে হলেও আপনাদের পাশে থেকে সম্পূর্ণ নিরাপত্তা বিধানের জন্য সচেষ্ট থাকবো। পূজা উদযাপনে সর্বাত্মকভাবে সহযোগিতার জন্য তারেক রহমান নির্দেশ দিয়েছেন। আপনাদের পূজা সুন্দরভাবে উদ্‌যাপনের জন্য যা করণীয় তিনি সে বিষয়ে নেতাকর্মীদের বলেছেন।

পূজামণ্ডপে জেলা বিএনপির মাধ্যমে পৌর ও উপজেলা বিএনপি থেকে ইউনিয়ন পর্যায় পর্যন্ত যতগুলো পূজামণ্ডপ থাকবে ততগুলোতে বিএনপির সেচ্ছাসেবক টিম থাকবে উল্লেখ করে তিনি বলেন, সেই টিম আপনাদের সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা বিধান করবে। যদি কোথাও কোনো সমস্যা হয়, তাহলে জেলা বিএনপি তাৎক্ষণিক সেটির পদক্ষেপ নেবে।

সোনালী বার্তা/এমএইচ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর