বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ০৮:০৯ অপরাহ্ন

ভোলার চরফ্যাশন উপজেলার সাবেক এমপি জ্যাকব ঢাকা গুলশান থেকে গ্রেপ্তার

রিয়াজ হোসেন শান্ত,ভোলা / ৪২ Time View
Update : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪

ভোলার চরফ্যাশন উপজেলার সাবেক সংসদ সদস্য ও উপমন্ত্রী আব্দুল্লাহ আল জ্যাকব গ্রেফতার হরেছে। ডিবি ডিএমপি মঙ্গলবার (০১ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি ডিএমপি উপ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও উপমন্ত্রী আব্দুল্লাহ আল জ্যাকবকে গ্রেপ্তার করেছে পুলিশ। সাভার থানায় দায়ের হওয়া একটি মামলায় রাজধানীর গুলশান এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। আজ মঙ্গলবার সকালে ডিএমপি থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

গত ১২ সেপ্টেম্বর ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এস এম সাইফুল ইসলামের আদালতে একটি মামলার আবেদন করেন ভোলা-৪ আসনের সাবেক এমপি নাজিম উদ্দিন আলম। ২০১২ সালে বিএনপির মিছিলে নেতা-কর্মীদের ওপর গুলি করে হত্যাচেষ্টার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অনেকজনের বিরুদ্ধে এই মামলা করা হয়।

মামলায় বাদীর জবানবন্দি রেকর্ড করে অভিযোগটি সাভার মডেল থানাকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন আদালত।

মামলায় আসামি করা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, তৎকালীন আইজিপি হাসান মাহমুদ খন্দকার, ঢাকা রেঞ্জের তৎকালীন ডিআইজি এস এম মাহফুজুল হক নুরুজ্জামান, তৎকালীন পুলিশ সুপার হাবিবুর রহমান ও সাভার মডেল থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামানকে।

মামলায় অভিযোগ করা হয়, ২০১২ সালের ৯ ডিসেম্বর বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা গণতান্ত্রিক শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে নাজিম উদ্দিন আলমসহ নেতা-কর্মীরা সাভারের আমিন বাজার ব্রিজের ওপর অবস্থান করছিলেন। এ সময় পুলিশ নেতা-কর্মীদের ওপর চড়াও হয়ে লাঠিপেটা করে এবং গুলি চালায়। পুলিশের ছোড়া টিয়ারশেল ও শটগানের গুলিতে নাজিম উদ্দিন আলমসহ অর্ধশতাধিক নেতা-কর্মী গুলিবিদ্ধ হন।

সোনালী বার্তা/এমএইচ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর