শিবচরে নির্মাণাধীন ভবনের ছাদে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মাদারীপুরের শিবচরে নির্মাণাধীন ভবনের ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হিরণ শেখ হিরু (৪৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে শিবচর উপজেলার দ্বিতীয়াখন্ড ইউনিয়নের তালুকদার কান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত হিরণ শেখ পেশায় একজন ঠিকাদার। তিনি একই এলাকার আলিম উদ্দিন শেখের ছেলে।
স্থানীয়রা জানান, তালুকদার কান্দি এলাকার নির্মাণাধীন ভবনের ছাদে ঝুলে থাকা বিদ্যুতের তার সরাতে যান হিরণ। এ সময় বিদ্যুতের ঝটকায় ছাদের ওপর পড়ে যান তিনি। পরে স্থানীয়রা দেখতে পেয়ে তাকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকতার হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে।
সোনালী বার্তা/এমএইচ