সোমবার, ২৩ জুন ২০২৫, ১০:০৬ অপরাহ্ন

ভারতেই শেষ হচ্ছে মাহমুদউল্লাহ অধ্যায়!

স্পোর্টস ডেস্ক / ১১৮ Time View
Update : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪

সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেই আলোচনায় ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। টাইগার এই ব্যাটারের ব্যাটিংটা ঠিক টি-টোয়েন্টি সুলভ না বলে কম সমালোচনা হচ্ছিল না। যে কারণে ভারতের বিপক্ষে চলমান সিরিজের দলে তাকে দেখেও অনেকে অবাক হয়েছিলেন। এরই মধ্যে শোনা যাচ্ছিল, ভারত সিরিজেই সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটে বিদায় বলে দেবেন অভিজ্ঞ এই ক্রিকেটার।

২০২১ সালের জুলাইয়ে জিম্বাবুয়ে সফরে আচমকা টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। এবার টি-টোয়েন্টি থেকেও বিদায় নেওয়ার পথে এই ক্রিকেটার।

ধারণা করা হচ্ছে, ভারতের বিপক্ষে বাকি দুই টি-টোয়েন্টি খেলেই ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণ থেকে অবসরে যাবেন রিয়াদ। সে হিসেবে আগামী ১২ অক্টোবর হায়দরাবাদে খেলবেন ক্যারিয়ারের শেষ টি-টোয়েন্টি ম্যাচ। তার আগে বুধবার (৯ অক্টোবর) দিল্লিতে খেলবেন ভারতের বিপক্ষে দ্বিতীয় টি–টোয়েন্টিতেও।

গণমাধ্যমের প্রতিবেদন বলছে, ভারত সিরিজে খেলে টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্তের কথা বিসিবিকে আগেই জানিয়েছিলেন মাহমুদউল্লাহ। বিসিবিও তার মাঠ থেকে বিদায়ের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। গুঞ্জন আছে, দ্বিতীয় টি-টোয়েন্টি সামনে রেখে আজ (মঙ্গলবার) সংবাদ সম্মেলনে অবসরের ঘোষণা দিতে পারেন তিনি। যদিও এ নিয়ে বিসিবির বক্তব্য পাওয়া যায়নি।

এর আগে রিয়াদের অবসর নিয়ে গেল (শুক্রবার) ভারতে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন অধিনায়ক শান্ত। সেখানে তিনি বলছিলেন, ‘আমি যতটুকু বুঝতে পারি, এই সিরিজটা রিয়াদ ভাইয়ের জন্য খুব গুরুত্বপূর্ণ। হয়তো তিনি নির্বাচকদের সঙ্গে কথাও বলেছেন। তবে এখনই আমি সবকিছু পরিষ্কার করছি না। আমি বিশ্বাস করি, বোর্ড নির্বাচকদের সঙ্গে এ নিয়ে একটা যোগাযোগ হবে।’

তিনি আরও বলেন, মাহমুদউল্লাহ দীর্ঘদিন বাংলাদেশ দলে খেলেছেন। তিনি অনেক ম্যাচ জিতিয়েছেন। হয়তো কিছু ম্যাচ তিনি শেষ করতে পারেননি। এটি দিয়ে তার সামর্থ্য যাচাই করা যায় না।

তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ব্যাট হাতে ব্যর্থ ছিলেন ম্যাচের হিসেবে সবচেয়ে অভিজ্ঞতম এই ক্রিকেটার। ২ বলে ১ রান করে সাজঘরে ফেরেন রিয়াদ।

সোনালী বার্তা/এমএইচ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর