সোমবার, ২৩ জুন ২০২৫, ০৯:০১ অপরাহ্ন

শার্শায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক- তৃপ্তি

মো. সোহাগ হোসেন, বেনাপোল (যশোর) / ১৩৩ Time View
Update : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে যশোরের শার্শা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক দপ্তর সম্পাদক ও সাবেক সংসদ মফিকুল হাসান তৃপ্তি। শুক্রবার (১১ অক্টোবর) রাতে শার্শা উপজেলার বাগআঁচড়া, কায়বা, ও গোগা ইউনিয়নের বিভিন্ন পূজা মণ্ডপে গিয়ে তিনি পূজার সার্বিক বিষয়ে খোঁজখবর নেন এবং পূজা উদ্‌যাপন কমিটির সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় মফিকুল হাসান তৃপ্তি তার দিকনির্দেশনা মূলক বক্তব্যে বলেন, শার্শা উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠের নেতা কর্মীদের বিভিন্ন ভাবে মন্দির ও পূজা উৎসব রক্ষায় দায়িত্ব দিয়েছি। যাতে কোন ধরনের সন্ত্রাসী কার্যক্রম কেউ না ঘটাতে পারে, তার জন্য প্রতি ৮ ঘন্টা পরপর ২৪ ঘন্টাই পাহারার ব্যবস্থা করেছি। প্রশাসনের পাশাপাশি তারা মন্দির পাহারায় সহযোগীতা করছে। বিগত ফ্যাসিবাদী আওয়ামী শাসন আমলে বার বার মন্দিরে হামলা হয়েছে। মূর্তী ভাঙচুর হয়েছে, হিন্দু সম্প্রদয়ের ভাইদের আহত করা হয়েছে। সেই আওয়ামী পেতাত্মারা আজও মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে, কিন্তু এ দেশের জনগন আর ঐ খুনি হাসিনার শাসন চাই না, মানুষ শান্তিতে থাকতে চাই। তিনি আরো বলেন, হিন্দু ভাইয়েরা অনেক শান্তিতে পূজা পালন করছে। এর আগে এতটা নির্ভয়ে বিগত ১৭ বছর তারা দূর্গাপূজা পালন করতে পারিনি। শার্শা উপজেলা বিএনপির পক্ষ থেকে প্রত্যেক মন্দিরে আর্থিক সহযোগীতা করা হয়েছে। ইনশাআল্লাহ আগামী দিনে শার্শা উপজেলা বিএনপি ও বিএনপি’র অংসংগঠন সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা বিএনপির সদস্য মো. শহিদুল ইসলাম, কায়বা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক তাজউদ্দীন আহম্মেদ, বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আসাদুজ্জামান মিঠু, বিশিষ্ট সমাজ সেবক কুদ্দুস আলী বিশ্বাস, গোগা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মফিজুল ইসলাম, যশোর জেলা কৃষক দলের সদস্য মতিয়ার রহমান মতিন, শার্শা উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান রিপন, পূজা উৎযাপন পরিষদের শার্শা উপজেলা শাখার সভাপতি শ্রী বৈদ্যনাথ দাস ও সাধারণ সম্পাদক শ্রী নীল কমল সিংহ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সোনালী বার্তা/এমএইচ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর