সোমবার, ২৩ জুন ২০২৫, ০৮:৪৬ অপরাহ্ন

শ্রীপুরে অবৈধ গ্যাস সংযোগের হিড়িক, ত্রুটিপূর্ণ হওয়ায় যেকোনো সময় বিস্ফোরণের আশঙ্কা স্থানীয়দের

কাজী মকবুল গাজীপুর / ১১৫ Time View
Update : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪

গাজীপুরের শ্রীপুরের উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের (এমসি বাজার) পূর্বপাশে গ্যাসের অবৈধ সংযোগ নেওয়ার হিড়িক পড়েছে। মোটা অঙ্কের অর্থের বিনিময়ে স্থানীয় লিটন বেপারী এসব অবৈধ সংযোগ দিচ্ছেন বলে অভিযোগ করেন স্থানীয়রা। চোরাই এসব সংযোগ ত্রæটিপূর্ণ হওয়ায় গ্যাসের চাপ বৃদ্ধি পেলে যেকোনো সময় বিস্ফোরণ বা আগুন লেগে ভয়াবহ দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা।

সরেজমিনে উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ (এমসি বাজার) পূর্বপাশে গ্রামে গিয়ে দেখা যায় প্রায় শতাধিক বাসা-বাড়ীতে নতুন গ্যাসের অবৈধ লাইনের সংযোগের কাজ অব্যাহত রয়েছে। কাজের ধরন বুঝে অবৈধ সংযোগ গ্রহণকারীদের কাছ থেকে ৫০ হাজার থেকে এক লাখ টাকা করে আদায় করছেন লিটন বেপারী।

অভিযোগ রয়েছে, স্থানীয় প্রভাবশালী লিটন বেপারী মোটা অঙ্কের অর্থের বিনিময়ে বড় রাইজারের মাধ্যমে এসব অবৈধ সংযোগ দিচ্ছে। বাসা-বাড়ির মালিকরাও টাকা দিয়ে অবৈধ গ্যাস সংযোগ নিচ্ছেন অভিযোগ এলাকাবাসীর। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি কর্তৃপক্ষের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীও এসব অবৈধ গ্যাস সংযোগের সঙ্গে জড়িত। গত দুই মাস যাবত রাতের আঁধারে সময় সুযোগ মতো এমসি বাজারের পূর্বপাশে বেপারি পাড়ার রাস্তা খুড়ে অবৈধ গ্যাস সংযোগ দেওয়া হচ্ছে।

অভিযাগের বিষয়ে লিটন বেপারী মুঠোফোনে (০১৮৮৩-৬৭ ৫৯ ১৬) পাঁচ বারের অধিক ফোন দিলেও তিনি রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়িিন।

ময়মনসিংহের ভালুকার তিতাস গ্যাসের ব্যবস্থাপক শাহজাহান মিয়া বলেন, শ্রীপুরের অনেক সাংবাদিক আমাকে ফোনে অবৈধ গ্যাস সংযোগ বিষয়ে জানিয়েছে। আমাদের অফিস থেকে কয়েকজন ঘটনাস্থল পরিদর্শন করে অবৈধ গ্যাস সংযোগের সত্যতাও পেয়েছে। পূজার জন্য পুলিশের সংকট থাকায় অভিযান পরিচালনা করতে পারি নাই। মাত্র পূজা শেষ হয়েছে। দ্রæত সময়ের মধ্যে পুলিশের সহযোগীতা নিয়ে আমরা অভিযান চালিয়ে সকল অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে দিব।

সোনালী বার্তা/ এমএইচ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর