সিনওয়ারের মৃত্যুতে যে প্রতিক্রিয়া দেখাল হিজবুল্লাহ ও ইরান

ইসরায়েলের হামলায় হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারের মৃত্যুর পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এবং ইরান। আজ শুক্রবার (১৮ অক্টোবর) হিজবুল্লাহ বলেছে, এ ঘটনার পর তারা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের নতুন ও তীব্রতর পর্যায়ে প্রবেশ করছে। আর ইরান বলেছে, হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারের মৃত্যুর পর ‘প্রতিরোধের চেতনা আরও দৃঢ় হবে’। খবর রয়টার্সের।
গত বুধবার গাজার দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বাহিনীর অভিযানে হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার নিহত হন। তিনি ২০২৩ সালের ৭ অক্টোবরের ইসরায়েল হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে বিবেচিত হন।
পশ্চিমা বিশ্ব সিনওয়ারের মৃত্যুকে যুদ্ধের অবসানের সম্ভাবনা হিসেবে দেখলেও, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, হামাসের হাতে আটক বন্দিরা মুক্ত না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে।
নেতানিয়াহু বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় বলেন, আজ আমরা শোধ তুলেছি, আজ অশুভ শক্তিকে আঘাত করা হয়েছে, তবে আমাদের কাজ এখানেই শেষ নয়।
তিনি আরও বলেন, বন্দি পরিবারের উদ্দেশ্যে বলতে চাই, এটি যুদ্ধের এক গুরুত্বপূর্ণ মুহূর্ত। আমরা পূর্ণশক্তি নিয়ে চালিয়ে যাব, যতক্ষণ না তোমাদের প্রিয়জনদের, আমাদের প্রিয়জনদের ঘরে ফিরিয়ে আনতে পারি।
ইসরায়েলি সামরিক সূত্র জানিয়েছে, বুধবার গাজার দক্ষিণাঞ্চলে সেনাবাহিনী একটি অভিযানে অংশ নেয়, যেখানে তারা সিনওয়ারকে হত্যা করে। প্রথমে সেনারা বুঝতে পারেনি, তারা যে ব্যক্তি হত্যা করেছে তিনিই ইসরায়েলের প্রধান শত্রু।
সামরিক বাহিনী ড্রোনের মাধ্যমে ধারণকৃত একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে সিনওয়ারকে একটি ধ্বংসস্তূপের মধ্যে ধুলোয় আচ্ছাদিত অবস্থায় বসে থাকতে দেখা গেছে।
হামাসের পক্ষ থেকে সিনওয়ারের মৃত্যুর বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি, তবে সংগঠনটির বিভিন্ন সূত্রে বলা হয়েছে, তাদের কাছে প্রাপ্ত তথ্যে ইঙ্গিত মিলেছে যে, সিনওয়ার ইসরায়েলি অভিযানে নিহত হয়েছেন।
সোনালী বার্তা/এমএইচ