ছয় অঞ্চলে ঝোড়ো বৃষ্টির আভাস
দেশের ছয় অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে সতর্ক সংকেত দেখাতে বলেছে সংস্থাটি।
শনিবার (১৯ অক্টোবর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
সন্ধ্যা ৬টার মধ্যে যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালি, নোয়াখালি ও কুমিল্লা অঞ্চলে ৪৫-৬০ কিলোমিটার গতিতে পশ্চিম বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে দমকা হাওয়া বয়ে যেতে পারে। একইসঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে।
এসব এলাকার নদীবন্দরগুলোকে সতর্ক করতে ১ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে।
সোনালী বার্তা/এমএইচ