অবসরে গেলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান

বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. আশরাফুল ইসলাম অবসরে গেছেন। রোববার (২০ অক্টোবর) বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে তাকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
মো. আশরাফুল ইসলাম ২০২১ সালের ১৪ জুলাই বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তার নেতৃত্বে ১৮৪ বছরের ইতিহাসে সর্বোচ্চ চা উৎপাদনের রেকর্ড গড়া সম্ভব হয়েছে। তিনি এই সময়ে ১৬৮টি চা বাগান ও ক্ষুদ্রায়তন চা বাগান থেকে ১০২ দশমিক ৯২ মিলিয়ন কেজি চা উৎপাদন করেন।
চা শিল্পকে টেকসই ভিত্তিতে দাঁড় করানোর লক্ষ্যে তার সময় চায়ের গ্রেডভিত্তিক ন্যূনতম মূল্য নির্ধারণ করা হয়, যা বর্তমানে চা নিলাম পরিচালনায় ব্যবহৃত হচ্ছে। এছাড়া, তিনি চা লাইসেন্সিং সিস্টেম চালু করেন এবং বাংলাদেশের চা শিল্পের মধ্যমেয়াদি কর্মপরিকল্পনা সফলভাবে বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করেন।
চা শিল্পে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির উদ্দেশ্যে প্রথমবারের মতো টি সফট নামে একটি সফটওয়্যার চালু করা হয়, যা চা চোরাচালান রোধ এবং সঠিক তথ্য প্রাপ্তিতে সহায়ক হয়। পাশাপাশি, বাংলাদেশের চা শিল্পের তথ্য একত্রিত করার জন্য বাংলাদেশ টি ইন্ডাস্ট্রি শীর্ষক একটি মোবাইল অ্যাপও চালু করা হয়েছে।
মেজর জেনারেল মো. আশরাফুল ইসলাম ১৯৬৮ সালের ২১ অক্টোবর লালমনিরহাট জেলার তিস্তা গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। রংপুর ক্যাডেট কলেজ থেকে এসএসসি ও এইচএসসিতে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়ে ১৯৮৯ সালের ২২ ডিসেম্বর ২১তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সে ইঞ্জিনিয়ার্স কোরে কমিশন লাভ করেন। তিনি দীর্ঘ পেশাগত জীবনে বাংলাদেশ সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ কমান্ড, স্টাফ এবং প্রশিক্ষক পদে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন।
তার অবসরে বাংলাদেশ চা বোর্ডের কার্যক্রম এবং চা শিল্পের উন্নয়ন নিয়ে নতুন চ্যালেঞ্জ অপেক্ষা করছে।
সোনালী বার্তা/এমএইচ