সোমবার, ২৩ জুন ২০২৫, ১০:৫০ অপরাহ্ন

গুম-খুন কমিশনে আসছে নিখোঁজদের আরও তথ্য: প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক / ১০৬ Time View
Update : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪

দেশের অন্তর্বর্তী সরকারের অধীন বিভিন্ন কমিশন গত ১৫ বছরের অপশাসন, হত্যা-গুম এবং নির্যাতন নিয়ে কাজ করছে। এসব কমিশনের প্রতিবেদনে প্রকৃত অপরাধীদের তথ্য উঠে আসবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

সোমবার (২৮ অক্টোবর) সম সাময়িক ইস্যুতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও উপপ্রেস সচিব আজাদ মজুমদার।

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপপ্রেস সচিব আজাদ মজুমদার বলেন, মানবাধিকার লঙ্ঘনে যেসব আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দায়ী ছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। একটি কমিশন কাজ করছে। এসব অপরাধে কোনো বিশেষ বাহিনীকে দায়ী করা হচ্ছে না। বরং তদন্তে যারা দোষী সে তথ্য উঠে এলে ব্যবস্থা নেয়া হবে।

এ বিষয়ে প্রেস সচিব শফিকুল আলম আরও বলেন, আমাদের বিভিন্ন মানবাধিকার সংস্থার তথ্যের বাইরেও গুম-খুন ও নির্যাতনের বিষয়ে অনেক তথ্য রয়ে গেছে। এসব তথ্য আমাদের কাছে আসছে। এসব ঘটনার তথ্যানুসন্ধানে সঠিক তথ্য উঠে আসবে।

তিনি জানান, বিভিন্ন সংগঠন নিখোঁজদের বিষয়ে যেসব তথ্য দিয়েছিল, তার বাইরেও অনেক নিখোঁজের তথ্য জানাচ্ছেন স্বজনরা।

এ সময় গত ১৫ বছরের অপশাসনে সহায়ক ভূমিকা রাখার পাশাপাশি সন্ত্রাসী কার্যক্রম চালানোর অভিযোগে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয় জানিয়ে উপপ্রেস সচিব বলেন, সরকার ছাত্রলীগ নিষিদ্ধের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। তবে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের সিদ্ধান্ত নেই সরকারের।

ব্রিফিংয়ে সৌদি বাদশা এবং যুবরাজের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে প্রধান উপদেষ্টাকে অভিনন্দন জানানোর চিঠি সৌদি রাষ্ট্রদূত প্রধান উপদেষ্টাকে হস্তান্তর করেছে বলেও জানান উপপ্রেস সচিব আজাদ মজুমদার। এছাড়া উপদেষ্টা আদিলুর রহমান খানকে গণভবন জাদুঘর দ্রুত ভিত্তিতে বাস্তবায়নে প্রধান উপদেষ্টা নির্দেশনা দিয়েছেন বলেও জানান তিনি।

সোনালী বার্তা/এমএইচ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর