বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ০৬:১২ পূর্বাহ্ন

জয় ছাড়া কিছুই ভাবছে না বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক / ২৩ Time View
Update : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪

মাঠের ক্রিকেটে খারাপ সময় যেন পিছু ছাড়ছে না বাংলাদেশের। ভারতের মাটিতে দুই টেস্টের সিরিজ হারের পর স্বাগতিকদের বিপক্ষে টি-টোয়েন্টিতেও চিত্রটা বদলায়নি। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে ঘুরে দাঁড়ানোর আশা ছিল। অপেক্ষাকৃত অনভিজ্ঞ প্রোটিয়াদের বিপক্ষেও শুরুটা ভালো হয়নি বাংলাদেশের।

মিরপুরে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরে গেছে টিম টাইগার্স। সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্টে আগামীকাল মঙ্গলবার চট্টগ্রামে মাঠে নামতে যাচ্ছে নাজমুল হোসেন শান্তর দল। হোয়াইটওয়াশ এড়াতে ঘুরে দাঁড়ানোর বিকল্প নেই স্বাগতিক দলের।

শেষ টেস্টের আগে গতকাল (সোমবার) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে এসেছিলেন টাইগার স্পিনার তাইজুল ইসলাম। শেষ ম্যাচে নিজেদের লক্ষ্যের কথা জানিয়ে তিনি বলেন, ‘টার্গেট একটাই থাকবে। জেতার জন্যই খেলব। পরিস্থিতি কী আসে ম্যাচ গড়ালে বোঝা যাবে। দল হয়ে খেলার টার্গেট থাকবে, ব্যাটিং বোলিং ফিল্ডিং যে বিভাগই হোক। আমরা জেতার চেষ্টা করব।

দলগত ভালো করতে না পারার কারণ জানিয়ে তাইজুল বলেন, প্রত্যেক ম্যাচই অপরচুনিটি। আমাদের দলীয় পারফরম্যান্স হচ্ছে না। ব্যক্তিগতভাবে একেকজন একেক ম্যাচে ভালো খেলছে। আমরা যদি পার্টনারশিপ করতে পারি, দুই-একজন সেঞ্চুরির কাছে যেতে পারি টার্গেট বড় হবে। সবাই হার্ড ওয়ার্ক করছে, মন থেকে চাচ্ছে। কোনো কারণে হচ্ছে না। এই ম্যাচে সবাই ভালো কিছু করার চেষ্টা করছি।

দ্বিতীয় টেস্টের একাদশ ও কম্বিনেশন নিয়ে তাইজুল বলেন, এখনও সেভাবে বলা হয়নি। সবাইকে প্রস্তুতি নিয়ে থাকতে বলা হয়েছে। কাল ম্যাচ, কোন একাদশ খেলবে কালই জানতে পারব। আমি টিমমেট হিসেবে বলতে পারি। তবে কোচ, ক্যাপ্টেনের দলের পরিকল্পনা থাকে। এখনও জানি না কী করবে। এটা টিম ম্যানেজমেন্টের ব্যাপার।

সম্প্রতি অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর আগ্রহ প্রকাশ করেছেন টাইগার ব্যাটার নাজমুল হোসেন শান্ত। টেস্টের আগের দিনে আজ সোমবার সংবাদ সম্মেলনে আসেননি শান্ত, দলের প্রতিনিধি হয়ে আসেন তাইজুল। এই স্পিনারের কাছেই শান্তর নেতৃত্ব ছাড়া নিয়ে জানতে চাইলে কিছুটা এড়িয়ে গেলেন।

তবে পরবর্তীতে তাইজুল বলেন, এই বিষয়ে আমি এখনও শুনিনি, এটা আমার পার্টও না। এ বিষয়ে আমি সঠিক জানি না। ক্যাপ্টেন কে হবে এরকম টিম মিটিং কখনই হয়নি। আমি জানিই না ভাই এ বিষয়ে।

তাইজুলের কাছে আরও জানতে চাওয়া হয় টেস্ট ক্রিকেটে যদি অধিনায়কত্ব দেওয়া হয় তাহলে কতটা প্রস্তুত আছেন তিনি। জবাবে এই স্পিনার বলেন, যেহেতু ১০ বছর ক্রিকেট খেলছি তো পুরোটাই তৈরি!

দলের সিনিয়র হিসেবে অবদান রাখা নিয়ে তাইজুল বলেন, ‘যদি ব্যক্তিগতভাবে বলেন, ইম্প্লিমেন্ট করতে পারি। কিন্তু আমার যে অভিজ্ঞতা হয়েছে, আপনি কতটুকু নিচ্ছেন সেটা গুরুত্বপূর্ণ। সেটা সতীর্থ হিসেবে হোক আর সেটা আমার দেশের জনগণ হোক।

আরও যোগ করেন, ‘আমার কাছে মনে হয় অনেক ক্ষেত্রে মাঠে যখন বিভিন্ন পরিস্থিতি আসে, আমি যখন বল করি বা একটা স্পিনার যখন বল করে অনেক সময় ফিল্ড পজিশন বলেন বা একটা ব্যাটারকে কীভাবে সেট আপ করবো এই হেল্পগুলো আমি কখন কখনও করে থাকি। অধিনায়ক আমাকে জিজ্ঞেস করে। এই সুযোগগুলো আসে, আমি চেষ্টা করি।

সোনালী বার্তা/এমএইচ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর