সোমবার, ২৩ জুন ২০২৫, ০৯:৫২ অপরাহ্ন

নেত্রকোনায় যৌথ অভিযানে আড়াই টন ভারতীয় চিনি জব্দ

নেত্রকোনা প্রতিনিধি / ১৬৭ Time View
Update : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে আড়াই টন (দুই হাজার পাঁচশো কেজি) ভারতীয় চিনি জব্দ করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য দুই লাখ ৫০ হাজার টাকা।

সোমবার (২৮ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে এ তথ্য নিশ্চিত করেন মেজর মো. জিসানুল হায়দার। তিনি সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশনের ৭৭ ব্রিগেডের আওতাধীন ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের নেত্রকোনা জেলায় দায়িত্বরত সেনা কর্মকর্তা।

মেজর জিসানুল হায়দার জানান, সোমবার সন্ধ্যা ৭টার দিকে গোয়েন্দা সূত্রে জেলার পূর্বধলা উপজেলার জারিয়া বাজারে চোরাইপথে আনা ভারতীয় চিনি মজুতের সংবাদ পাওয়া যায়। এ সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে পুলিশসহ জরিয়া গ্রামের আব্দুল মজিদের গুদামে যৌথ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় ওই গুদামঘরে প্রতি বস্তায় ৫০ কেজি ওজনের দুই হাজার পাঁচশো কেজি চিনি মজুতরত অবস্থায় পাওয়া যায়। পরে গুদাম ঘরের মালিক যৌথবাহিনীর কাছে নিশ্চিত করেছেন মজুতকৃত ভারতীয় চিনির মালিক পূর্বধলার নাটেরকোণা গ্রামের মৃত আফসর আলীর ছেলে মো. স্বপন মিয়া।

তিনি আরও জানান, জব্দৃকত চিনি সংশ্লিষ্ট থানা পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে। নিয়মিত মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে এবং সেনাবাহিনীর নিয়মিত টহল কার্যক্রম পরিচালিত হচ্ছে।

এমআর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর