মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:৩৮ অপরাহ্ন

শবনম ফারিয়ার নতুন অধ্যায় শুরু

বিনোদন প্রতিবেদক / ২৪০ Time View
Update : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪

দেশের জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। আগের চেয়ে এখন অনেকটাই কাজ কমিয়ে দিয়েছেন তিনি। নিজের অভিনয়শৈলী দেখিয়েছেন চলচ্চিত্রেও। এই অভিনেত্রীর সিনেমায় অভিষেক ঘটে ২০১৮ সালে ‘দেবী’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে। সবশেষ তাকে দেখা গেছে ওয়েব সিরিজ ‘মোবারকনামা’য়। নতুন খবর হলো এবার তার নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে।

শবনম ফারিয়াকে এবার দেখা যাবে বিচারক হিসেবে। দেশের একটি বেসরকারি টিভি চ্যানেলে শিগগিরই শুরু হতে যাওয়া কমেডি অনুষ্ঠানের সপ্তম সিজনে বিচারকের আসনে বসবেন তিনি। তার সঙ্গে আরও দুই বিচারক হিসেবে থাকবেন গুণী অভিনেতা তুষার খান ও চিত্রনায়ক আমিন খান।

নতুন পরিচয়ে দর্শকের সামনে আসার বিষয়ে ফারিয়া বলেন, সবসময়ই নতুন কিছু করতে ভালো লাগে। সেই ভাবনা থেকেই কমেডি অনুষ্ঠানটির সঙ্গে যুক্ত হওয়া। সেখানে দুজন গুণী অভিনেতার সঙ্গে কাজ করার সুযোগ পাচ্ছি, এটিও আনন্দের। আশা করছি জমজমাট আসর হবে এবার।

সোনালী বার্তা/এমএইচ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর