সোমবার, ২৩ জুন ২০২৫, ১০:২১ অপরাহ্ন

খাগড়াছড়িতে চলছে ইউপিডিএফের সড়ক অবরোধ

খাগড়াছড়ি প্রতিনিধি / ১০৫ Time View
Update : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪

খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তিবিরোধী ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফের সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ চলছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল ৬টা থেকে শুরু হওয়া এ সড়ক অবরোধ চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে তিন ইউপিডিএফ কর্মীকে হত্যার প্রতিবাদে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফ এ অবরোধের ডাক দেয়।

অবরোধের ফলে জেলা শহরের সঙ্গে দূরপাল্লার সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। একইসঙ্গে বন্ধ রয়েছে জেলার আভ্যন্তরীণ সড়কের যান চলাচল।

বিভিন্ন স্থানে রাস্তায় গাছের গুঁড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে সড়কে অবরোধ সৃষ্টি করেছে অবরোধ সমর্থকরা। তবে জেলা শহর ও বিভিন্ন উপজেলা শহরে সীমিত পরিসরে ইজিবাইক ও মোটরসাইকেলসহ ছোট যানবাহন চলাচল করতে দেখা গেছে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে ছেড়ে আসা নৈশ কোচগুলো ভোরে শহরে প্রবেশ করেছে।

সহকারী পুলিশ সুপার আবু জাফর মোহাম্মদ সালেহ বলেন, সড়ক অবরোধ চলাকালে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে খাগড়াছড়ি জেলা সদর ছাড়াও বিভিন্ন উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বুধবার (৩০ অক্টোবর) ভোরে পানছড়ির লতিবান ইউনিয়নের শান্তি রঞ্জন পাড়ায় প্রতিপক্ষের গুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফ কর্মী সিজন চাকমা, শাসন ত্রিপুরা ও জয়েন চাকমা নিহত হন।

এমআর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর