রাজশাহীতে দুধ বিক্রেতার লাশ উদ্ধার
রাজশাহী মহানগরীর সাগড়পাড়া বড় পুকুর থেকে সঞ্জিত কুমার দাস ওরফে ঘনা ঘোষ (৩৬) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।
শনিবার দুপুরে এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে ঘনা ঘোষের ভাসমান লাশ উদ্ধার করে আরএমপির বোয়ালিয়া মডেল থানা পুলিশ। তিনি বিভিন্ন বাড়িতে বাড়িতে গাভী দোহন করতেন এবং দুধ বিক্রি করতেন।
পারিবারিক সূত্র পুলিশকে জানিয়েছেন, বৃহস্পতিবার রাত আনুমানিক ১০টার দিকে দুধ বিক্রি শেষে বাড়িতে ফেরেন ঘনা ঘোষ। হাড়ি পাতিল রেখে সাগরপাড়া বড় পুকুরে গোসল করতে যান। স্ত্রী ও সন্তানরা দীপাবলী উপলক্ষে মায়ের বাড়িতে ছিলেন। বাড়িতে ফিরে ঘনা স্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেন। ঘনা ঘোষ বাড়িতে একাই ছিলেন। স্ত্রী পরদিন বাড়িতে ফিরে স্বামীকে দেখতে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজ করেন। শনিবার দুপুরে লোকজন ঘনার লাশ পুকুরে ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যান।
এই বিষয়ে জানতে চাইলে আরএমপির বোয়ালিয়া মডেল থানার ওসি মেহেদী মাসুদ জানান, ঘনা ঘোষের লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। সুরতহালে শরীরে কোন আঘাত জখমের চিহৃ পাওয়া যায়নি। তবে ময়না তদন্তের পর জানা যাবে কীভাবে মৃত্যু হয়েছে। আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন বলে জানান তিনি।
সোনালী বার্তা/এমএইচ