আ.লীগ পুনঃপ্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত এ সরকার নির্বাচন দেবে না: মির্জা আব্বাস
ফ্যাসিস্টমুক্ত হলেও দেশের রাজনৈতিক পরিস্থিতি এখনও ঘোলাটে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
রোববার ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ৫ম মৃত্যুবার্ষিকীর আলোচনায় রাখা বক্তব্যে এসব বলেন তিনি। এসময় মির্জা আব্বাস বলেন, আওয়ামী লীগ পুনঃপ্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত এই সরকার নির্বাচন দেবে না।
আরও পড়ুন: নির্বাচন কমিশন গঠনে বিকেলে সার্চ কমিটির বৈঠক
মির্জা আব্বাস বলেন, আমি স্পষ্ট করে বলতে পারি এই নির্বাচন তারা খুব তাড়াতাড়ি দেবেন না। যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ পুনঃপ্রতিষ্ঠিত করতে পারবেন না ততক্ষণ পর্যন্ত তারা নির্বাচন দেবেন না।
সোনালী বার্তা/এমএইচ