বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৫ অপরাহ্ন

উপদেষ্টাদের সম্পদের তথ্য জানতে চেয়েছেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক / ৫১ Time View
Update : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪

উপদেষ্টাদের কাছে তাদের সম্পদের তথ্য জানতে চেয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। একইসঙ্গে তাদের পারফরম্যান্স সম্পর্কেও জানতে চাওয়া হয়েছে। প্রধান উপদেষ্টার দূত, সহকারী এবং সংশ্লিষ্টরাও পড়বেন এর আওতায়।

ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের বয়স প্রায় তিন মাস হয়েছে। ২১ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ ছাড়া প্রধান উপদেষ্টার দুইজন বিশেষ সহকারী, একজন বিশেষ দূত এবং একজন মুখ্য সমন্বয়ক (এসডিজি) রয়েছেন। ইতোমধ্যে এ সরকারের পারফরম্যান্স নিয়ে চারদিকে নানা আলোচনা চলছে।

এই পরিস্থিতিতে উপদেষ্টাদের পারফরম্যান্স যাচাইয়ের উদ্যোগ নিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। উপদেষ্টাদের কাছে তাদের পারফরম্যান্স সম্পর্কে জানতে চাওয়া হয়েছে। তাদের সম্পদের হিসাব সম্পর্কেও তথ্য দিতে বলা হয়েছে।

শুরুতে আইনশৃঙ্খলা পরিস্থিতির বেশ অবনতি হয়। সেসময় পরিস্থিতি মোকাবিলা সরকারের প্রধান চ্যালেঞ্জ হিসেবে দেখা দেয়। পরবর্তীতে বন্যাসহ বিভিন্ন আন্দোলন সামাল দিতে হচ্ছে সরকারকে। এরইমধ্যে উপদেষ্টা পরিষদের আকার বাড়ানোর পরামর্শও আসে বিভিন্ন মহল থেকে। তবে সে ব্যাপারে আর অগ্রগতি হয়নি।

সরকারের কাছে বিভিন্ন মহলের প্রত্যাশা ও প্রাপ্তি নিয়ে শনিবার (২ নভেম্বর) ঢাকায় এক অনুষ্ঠানে কথা বলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

তিনি বলেন, ‘সবাই মনে করে যে আমাদের হাতে জাদুর চেরাগ আছে। আমরা চেরাগ ঘষে দিবো। ব্যাস, সঙ্গে সঙ্গে সবকিছু ঠিক হয়ে যাবে। আসলে বিষয়টা এমন না। কারণ হচ্ছে, আমরা একটা কঠিন সময়ে দায়িত্ব নিয়েছি। যখন সরকারি কোষাগারে টাকা নাই, বৈদেশিক মুদ্রা নাই। এমন একটা পরিস্থিতিতে আমাদের দায়িত্ব নিতে হয়েছে। আমাদের হাতে সময় বেশি নাই। রাজনীতিবিদরাও ক্ষমতায় আসার জন্য উশখুশ করছেন। এমন কঠিন পরিস্থিতিতে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হচ্ছে।’

সোনালী বার্তা/এমএইচ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর