বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ১০:১০ অপরাহ্ন

মাদারীপুরে আইএইচটির শিক্ষার্থীদের মশাল মিছিল

মাদারীপুর প্রতিনিধি / ৩৯ Time View
Update : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪

মাদারীপুরে ডিপ্লোমাধারীদের ১০ম গ্রেডের পদমর্যাদাসহ ৬ দফা দাবিতে টেকনোলজি ও ফার্মেসি শিক্ষার্থীরা মশাল মিছিল করেছেন। শনিবার (২ নভেম্বর) রাত ৯টার দিকে আইএইচটি’র ক্যাম্পাসের ভেতরে বৈষম্যবিরোধী মেডিকেল টেকনোলজি ও ফার্মেসি ছাত্র সংগ্রাম পরিষদের আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়। এতে মশালসহ ব্যানার, পোস্টার ও ফেস্টুন হাতে শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

এ সময় শিক্ষার্থীরা বলেন, ডিপ্লোমাধারীদের ১০ম গ্রেডের পদমর্যাদা প্রদান করে আনুপাতিক হারে পদ সৃজনপূর্বক দ্রুত নিয়োগের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি অগ্রাধিকারের ভিত্তিতে ২০১৩ সালের স্থগিত হওয়া নিয়োগ প্রক্রিয়া চালু করতে হবে। গ্র্যাজুয়েট মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ৯ম গ্রেডের পদ সৃষ্টিপূর্বক চাকরিজীবীদের আনুপাতিক হারে পদোন্নতির নিয়ম বহাল রেখে স্ট্যান্ডার্ড সেপআপ ও নিয়োগবিধিতে অন্তর্ভুক্ত করার দাবিও জানান শিক্ষার্থীরা।

ঢাকা আইএইচটি’কে বিশ্ববিদ্যালয় রূপান্তর করে একটা বিশ্ববিদ্যালয়সহ সব আইএইচটিতে মেডিকেল টেকনোলজিস্ট ফার্মাসিস্ট শিক্ষকদের স্বতন্ত্র ক্যারিয়ার প্লান গঠন করে বিদ্যমান নিয়োগবিধি ও অসঙ্গতিপূর্ণ গ্রেড সংশোধন করতে হবে।

আরও পড়ুন:   ওপারে বিস্ফোরণ, এপারে আতংক

এ সময় শিক্ষার্থীরা জানান, বিশ্বস্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী একজন চিকিৎসকের বিপরীতে তিনজন নার্স ও পাঁচজন মেডিকেল টেকনোলজিস্ট থাকা প্রয়োজন। দীর্ঘ ১৪ বছরেরও অধিক সময় প্রশাসনিক জটিলতায় মেডিকেল টেকনোলজিস্টদের নিয়োগ কার্যক্রম বন্ধ থাকায় সরকারি চাকরিতে ৫ হাজার ৯৭৫টি পদের বিপরীতে কর্মরত রয়েছে ৪ হাজার ১০৬ জন।
এ ছাড়া মেডিকেল টেকনোলজি কাউন্সিল ও ডিপ্লোমা মেডিকেল এডুকেশন বোর্ড গঠন এবং প্রাইভেট সার্ভিস নীতিমালা প্রণয়ন করতে ও বি ফার্মসহ সব অনুষদের বিএসসি ও এমএসসি কোর্স চালু করা এবং স্কলারশিপ চালুসহ প্রশিক্ষণ ভাতা চালুর দাবি জানান। এই দাবি শিগগিরই না মেনে নেয়া হলে আগামীতে আরও বৃহত্তর কর্মসূচির ঘোষণা দেন শিক্ষার্থীরা।

এ সময় আরও বক্তব্য রাখেন- মাদারীপুর ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) শিক্ষার্থী আমির হামজা, মিরাজুল ইসলাম, সৌরভ রায়, পূর্ণ রায়, ফাহিম আলম প্রমুখ।

সোনালী বার্তা/এমএইচ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর