বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৩ অপরাহ্ন

আ.লীগের মতো সংবিধান লঙ্ঘনকারী দল আর নেই: গয়েশ্বর

নিজস্ব প্রতিবেদক / ৬০ Time View
Update : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪

গত ৫২ বছরে আওয়ামী লীগের মতো সংবিধান লঙ্ঘনকারী দল বাংলাদেশে আর নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

সোমবার (৪ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

গয়েশ্বর বলেন, স্বাধীনতার সময় দেশের সর্বস্তরের মানুষ দেশ স্বাধীন করল আর সরকার গঠন করল আওয়ামী লীগ। ৭২তে তারা যে সংবিধান লিখে ছিল তারা কি সেই সংবিধান মেনে চলেছে? চুরি, ডাকাতি, রাহাজানি, ব্যাংক ডাকাতি, নারী নির্বাচতন- এসব সংবিধানের কথায় লেখা ছিল? কিন্তু আওয়ামী লীগ তা করেছে।

তিনি বলেন, বাহাত্তরের সংবিধান আওয়ামী লীগ লঙ্ঘন করেছে এবং তারা একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছে। যুগে যুগে আওয়ামী লীগের মত সংবিধান লঙ্ঘনকারী দল আর নেই।

গয়েশ্বর চন্দ্র বলেন, বিএনপি জনগণের রাজনীতি করে, বাংলাদেশের মানুষ এখন নির্বাচন চায়, বিএনপিও চায়। জিয়াউর রহমান সব নিষিদ্ধ রাজনৈতিক দলকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন। বাকশালী আওয়ামী লীগকেও রাজনীতি করার সুযোগ দেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের মধ্য দিয়ে ক্ষমতায় নিরঙ্কুশ করার ফলাফল কখনও ভালো কিছু বয়ে আনে না। যাদের নিষিদ্ধ ঘোষণা করব, তারা নিজেরাই নিজেদের নিষিদ্ধ করে দেশ ছেড়ে পালিয়ে গেছে।

তিনি বলেন, শেখ হাসিনা এতদিন কোন আইন মানেনি। এখন আইনকে ভয় পাচ্ছে।আর সে যদি ভয় না পেত তাহলে দেশ ছেড়ে পালাতো না।

সোনালী বার্তা/এমএইচ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর