বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০৯:০৩ অপরাহ্ন

ভক্তদের সাক্ষী রেখে ধূমপান ছাড়ার ঘোষণা দিলেন শাহরুখ

বিনোদন প্রতিবেদক / ৫৮ Time View
Update : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪

বলিউড বাদশাহ শাহরুখ খান। একসময় এই অভিনেতা সারাদিন শুধু ব্ল্যাক কফি আর কাবাব নিয়েই মেতে থাকতেন। সঙ্গে একের পর এক সিগারেট। সেই শাহরুখই এবার ধূমপান ছাড়ার ঘোষণা দিয়েছেন।

শাহরুখ খান শনিবার বান্দ্রায় তার ফ্যান ক্লাব দ্বারা আয়োজিত একটি অনুষ্ঠানে তার ৫৯ তম জন্মদিন কাটিয়েছেন। এক্স-এ তার ফ্যান ক্লাবের দ্বারা শেয়ার করা ইভেন্টের একটি ভিডিওতে, শাহরুখকে বলতে শোনা যায়, ‘একটি ভাল জিনিস আছে বন্ধুরা, আমি আর ধূমপান করি না। আমি ভেবেছিলাম ধূমপান ছাড়ার পরে আমি এতটা শ্বাসকষ্ট অনুভব করব না, কিন্তু আমি এখনও এটি অনুভব করি (পার্শ্ব প্রতিক্রিয়া)।

এর আগে এক সাক্ষাৎকারে শাহরুখ জানিয়েছিলেন, তিনি নাকি দিনে ১০০টা সিগারেট খেতে পারেন। সেই শাহরুখই নিজের ৫৯তম জন্মদিনে দিলেন বড় ঘোষণা। ইন্ডিয়ান টুডের প্রতিবেদনে বলা হয়েছে, জন্মদিনে ভক্তদের সাক্ষী রেখে কিং খান জানিয়েছেন, ‘তিনি আর ধূমপান করছেন না।’

শাহরুখ খানের জন্মদিন মানেই প্রাসাদোপম মান্নাতের বাইরে জনজোয়ার। প্ল্যাকার্ড, ফুল, কেক হাতে আকাশে-বাতাসে শুধুই ‘শাহরুখ… শাহরুখ’ গগনভেদী চিৎকার! প্রতিবার ঈদ আর জন্মদিনে নিয়ম করে মান্নাতের ছাদে উঠে ভক্তদের দর্শন দেন কিং খান। গত তিন দশকের এই রেওয়াজে কোভিডকাল ছাড়া ছেদ পড়েনি! তবে এবারের জন্মদিনে প্রথা ভাঙলেন বাদশাহ।

মান্নাতের ছাদে নয়, বরং ভক্তদের সঙ্গে একান্তে জন্মদিন পালন করলেন শাহরুখ। সেরকম কোনও আড়ম্বর নেই। সাদামাটা পোশাকেই পৌঁছে গেলেন মান্নাতের অনতিদূরে বান্দ্রার বালগন্ধর্ব রং মন্দিরে। তবে সাজপোশাক যেমনই হোক, বাদশা ম্যাজিক বলে কথা! তিনি মঞ্চে উঠতেই যেন দিনভর অপেক্ষারত ভক্তরা স্বস্তির নিশ্বাঃস ফেললো। শাহরুখের উপস্থিতিই তাদের কাছে টনিকের মতো কাজ করল।

সেই অনুষ্ঠানে নাচতেও দেখা গেল নায়ককে। শাহরুখ খানের এক ফ্যানক্লাব এই আয়োজন করেছিল। তাদের নিরাশ করেননি কিং খান। তবে মান্নাতের সামনে দিনভর দাঁড়িয়ে থাকা ভক্তদের হৃদয় একেবারে খান-খান! কারণ সারাদিনের অপেক্ষার পরও শাহরুখের দর্শন পাননি তারা।

কিং খানের ওই ফ্যানক্লাব থেকেই অনুষ্ঠানের বিভিন্ন ঝলক প্রকাশ করা হয়েছে। সেই অনুষ্ঠানেই এক শাহরুখ ভক্ত চীন থেকে মুম্বাইতে এসেছেন তার সঙ্গে দেখা করার জন্য। সেটাও ভিডিওতে উঠে এসেছে।

সোনালী বার্তা/এমএইচ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর