এসি মিলানের হাতে বিধ্বস্ত রিয়াল
সান্তিয়াগো বার্নাব্যুতে মৌসুমের প্রথম এল ক্লাসিকোয় বার্সেলোনার কাছে পাত্তাই পায়নি রিয়াল মাদ্রিদ। গেল ২৭ অক্টোবর স্প্যানিশ লা লিগার ওই ম্যাচে ঘরের মাঠে ৪-০ গোলে হেরেছিল লস ব্লাঙ্কসরা। এবার সেই বার্নাব্যুতেই চ্যাম্পিয়ন্স লিগ খেলতে নেমে এসি মিলানের হাতে বিধ্বস্ত হলো রিয়াল।
মঙ্গলবার ইতালিয়ান ক্লাব এসি মিলানের কাছে ৩-১ গোলে হেরেছে রিয়াল। এতে ৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের ১৭তম স্থানে চলে গেছে কার্লো আনচেলত্তির শিষ্যরা। সমান পয়েন্ট নিয়েও গোল ব্যবধানের কারণে পরের অবস্থানে আছে ৭বারের চ্যাম্পিয়ন এসি মিলান।
মিলানের হয়ে গোল প্রথম করেন ম্যালিক থিয়াও। ১২ মিনিটে কর্নার থেকে আসা বলে দুর্দান্ত হেডে স্বাগতিকদের জাল কাঁপান তিনি। ১১ মিনিট পর ভিনিসিয়ুস জুনিয়রের পেনাল্টি থেকে করা গোলে ১-১ সমতায় ফেরে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল।
আলভারো মোরাতার ৩৯ মিনিটের গোলে ফেরে এগিয়ে যায় এসি মিলান (২-১)। ৭৩ মিনিটে রাফায়েল লিয়াওয়ের ক্রস থেকে দারুণ গোল করে মিলানকে ৩-১ গোলে এগিয়ে দেন তিজানি রেইনডার্স। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় এই ব্যবধানেই জয় নিশ্চিত করে মিলান।
এমআর