তাড়াশে নাশকতার মামলায় উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেফতার
সিরাজগঞ্জের তাড়াশে, বিএনপি মনোনিত সংসদ সদস্য প্রার্থীর গাড়ি বহরে হামলা মামলায় উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন খাঁন কে গ্রেফতার করেছে র্যাব। বিষয়টি নিশ্চিত করেছেন, র্যাব- ১২’র একটি দায়িত্বশীল সূত্র ও তাড়াশ থানার পুলিশ পরিদর্শক (ওসি) মো. আসলাম হোসেন।
সোমবার (১১ নভেম্বর) বিকেলে ঢাকা সাভারের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত আনোয়ার হোসেন খানঁ তাড়াশ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান।
উল্লেখ্য, ২০১৮ সালে ১১ সেপ্টেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনিত প্রার্থী ও সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নান তালুকদারের নির্বাচনী প্রচারণা চলাকালে, তার গাড়ি বহরে হামলা, ভাঙচুর ও হত্যা চেষ্টায় গত ১১ সেপ্টেম্বর/২০২৪ একটি মামলা করা হয়। এ মামলায় তিনি ৭ নং নামীয় আসামী। আর এ মামলায় তাকে গ্রেফতার করা হয়। এছাড়াও অন্য একটি মামলায় তিনি ১০ নং নামীয় আসামী।
গত ১১ সেপ্টেম্বর বারুহাস ইউনিয়ন বিএনপি সভাপতি মোঃ আসাদুজ্জামান বাদী হয়ে ৯৯ জন আওয়ামী লীগ এর বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীর নামে তাড়াশ থানায় মামলা করেন। মামলায় অজ্ঞাত আসামি করা হয় আরও ২৫০-৩০০ জনকে। এ মামলায় আনোয়ার হোসেন খাঁন কে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে তাড়াশ থানার পুলিশ পরিদর্শক (ওসি) মো. আসলাম বলেন, সোমবার রাতে আসামীকে থানায় হস্তান্তর করা হয়। আজ মঙ্গলবার সকালে আদালতে পাঠানো হয়েছে।