সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৪:৫৯ অপরাহ্ন

বছরের প্রথম দিনে ঢাকার বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’

নিজস্ব প্রতিবেদক / ১৪৩ Time View
Update : বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
ফাইল ছবি

খ্রিষ্টীয় নববর্ষ ২০২৫ সালের প্রথম দিন আজ। নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্বের বিভিন্ন দেশে হচ্ছে বর্ষবরণ। গতরাতে ঘড়ির সেকেন্ডের কাঁটা রাত ১২টায় পৌঁছতেই আতশবাজির ঝলকে রঙিন হয়ে ওঠে ঢাকার আকাশ। এর সঙ্গে ছিল পটকার শব্দ। এদিকে, বুধবার সকালে ঢাকার বাতাস খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

 

খুবই অস্বাস্থ্যকর বায়ুর মান নিয়ে বায়ুদূষণের তালিকায় আজ ঢাকার অবস্থান ষষ্ঠ। অন্যদিকে, তলিকার শীর্ষে রয়েছে জার্মানির মিউনিখ শহর।

 

আরও পড়ুন: আকিজ ভেঞ্চারের কারখানায় সিলিন্ডার বিস্ফোরণ, প্রকৌশলীসহ চারজন নিহত

 

আজ বুধবার (১ জানুয়ারি) সকাল ৯টা ৩৮ মিনিটের দিকে এসব তথ্য জানিয়েছে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ার।

 

সংস্থাটির সূচক বলছে, আজ বায়ুদূষণের দিক দিয়ে ঢাকার স্কোর ২২৪। যা বায়ুর মান পরিমাপের ক্ষেত্রে খুবই অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত। শীর্ষে থাকা মিউনিখের ৩৪০। শহরটির বায়ুর এই মানকে বিপর্যয়কর হিসেবে দেখিয়েছে আইকিউএয়ার।

 

এরপরে দ্বিতীয় অবস্থানে রয়েছে, ভিয়েতনামের হ্যানয়। এই শহরটির দূষণ স্কোর ২৫৫ অর্থাৎ সেখানকার বাতাসও খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। তৃতীয় নম্বরে রয়েছে উগান্ডার কামপালা, চতুর্থ নম্বরে ইতালির মিলানো এবং পঞ্চম কসোভোর প্রিস্টিনা।

 

স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে তা মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল স্বাস্থ্যের ব্যক্তিদের জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।

 

১৫১ থেকে ২০০ পর্যন্ত স্কোর হলে ওই বায়ু সব ধরণের স্বাস্থ্যের মানুষের জন্যই অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে অত্যন্ত অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা বিপর্যয়কর বলে বিবেচিত হয়।

 

এমআর/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর