রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫, ১১:৪০ অপরাহ্ন

বিয়ে করেছেন কণ্ঠশিল্পী পড়শী

বিনোদন প্রতিবেদক / ১১২ Time View
Update : রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫
ফাইল ছবি

নতুন প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী সাবরিনা পড়শী বিয়ে করছেন। যুক্তরাষ্ট্রপ্রবাসী নিলয়ের সঙ্গে এ শিল্পীর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। দুই পরিবারের ঘনিষ্ঠ সূত্র পড়শী ও নিলয়ের বিয়ের সংবাদ গণমাধ্যমকে নিশ্চিত করেছে।

 

আরও পড়ুন: দীপিকা কত সম্পদের মালিক

 

জানা গেছে, নিলয় ও পড়শী একে অপরের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। তারা ২০০৮ সালে খুদে গানরাজ প্রতিযোগিতার একই আসরে প্রতিযোগী ছিলেন। ২০১০ সাল থেকে নিলয় পরিবারসহ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসবাস করছেন। গত বছর কয়েক মাসের জন্য নিলয়ের পরিবার বাংলাদেশে এসেছিল। এরপর পড়শী ও নিলয়ের পরিবারের সদস্যরা তাদের বিয়ের ব্যাপারে কথা বলেন। দুই পরিবারের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। তবে বিয়ে নিয়ে আপাতত দুই পরিবারের কেউই খবর প্রকাশ্যে আনতে চাইছে না।

 

পড়শী চ্যানেল আইয়ের রিয়েলিটি শো ‘খুদে গানরাজ’ দিয়ে পরিচিতি পান। এখন তিনি দেশে বিদেশে স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় পার করছেন। পাশাপাশি নিয়মিত নতুন গান প্রকাশ করছেন। মাঝে মধ্যে তিনি নাটকে অভিনয়ও করছেন।

 

এমআর/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর