এইচএমপি ভাইরাসে আক্রান্ত নারী মারা গেছেন

বাংলাদেশে প্রথম হিউম্যান মেটানিউমো ভাইরাসে (এইচএমপিভি) আক্রান্ত নারী সানজিদা আক্তার (৩০) মারা গেছেন।
গতকাল বুধবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
আরও পড়ুন: আতঙ্ক ছড়াচ্ছে ‘এইচএমপি’ ভাইরাস
আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) হাসপাতালের তত্ত্বাবধায়ক আরিফুল বাশার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, সানজিদা আক্তার শুধু এইচএমপি ভাইরাসের কারণে মারা যাননি। তার আরও অনেক শারীরিক জটিলতা ছিল। স্থূলতা ছিল, কিডনি সমস্যা ছিল।
গত রোববার (১২ জানুয়ারি) বাংলাদেশে প্রথম এইচএমপি ভাইরাস শনাক্তের কথা জানান স্বাস্থ্য অধিদপ্তরের সংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণ শাখার লাইন ডিরেক্টর ডা. হালিমুর রহমান।
এমআর/