রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫, ১১:৫৮ অপরাহ্ন

ভোলায় তাবলীগ জামাতের উভয় পক্ষের বৈষম্য সমাধানের দাবিতে সংবাদ সম্মেলন

রিয়াজ হোসেন শান্ত, ভোলা / ১০৭ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫

৬ দফা দাবি মানা না হলে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি ঘোষণা করে, তাবলীগ জামাতের বৈষম্য নিরেশনে সবাইকে সমান অধিকার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভোলার সচেতন ছাত্র সমাজ। আজ ১৬ জানুয়ারী বৃহস্পতিবার ভোলা প্রেসক্লাবে লিখিত বক্তব্যে এ সকল দাবি জানানো হয়। আগামী ২০ জানুয়ারীর মধ্যে এ সকল দাবি মানার জোর দাবি জানান তারা।

 

আরও পড়ুন: কোনাবাড়ীতে ঝুট গোডাউনে আগুন, ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

 

সচেতন ছাত্র সমাজের পক্ষে লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, ইতিপূর্বে তাবলীগ জামাতের দুই গ্রুপের বৈষম্য থাকলেও কোন ধরনের সংঘাত ছাড়াই সবাই সবার কর্মসূচি পালন করে আসছিল। কিন্তু ১৭ ডিসেম্বর এস্তেমাকে কেন্দ্র করে যে সংঘাত সংঘর্ষের ঘটনা ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক এবং আমরা এর তীব্র নিন্দা জানাই। পাশাপাশি ২০১৮ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত তাবলীগ জামাতকে কেন্দ্র করে যে সংঘাত সংঘর্ষের ঘটনা ঘটেছে তার বিচার বিভাগীয় তদন্ত দাবি করা হয়। তাবলীগ জামাতের সুষ্ঠু ও সুন্দর পরিবেশ ধ্বংস করার জন্য তৃতীয় পক্ষ ঢুকে যেই নৈরাজ্য তৈরি করেছে আমরা এ সকল অবস্থা থেকে পরিত্রাণ চাই।

 

আমরা চাই ভারত পাকিস্তান থেকে নির্ভীক নিয়ে যাতে মুরুব্বীরা আসতে পারে সেই ব্যবস্থা করুক সরকার। সংবাদ সম্মেলনে, প্রধান মুরুব্বীদের আগমনে বৈষম্য, কাকরাইল মসজিদ ব্যবহারে বৈষম্য, টঙ্গী ইজতেমা ময়দান নিয়ন্ত্রণে বৈষম্য, ইজতেমার সময় বরাদ্দে বৈষম্য, মসজিদ কেন্দ্রিক আমলে বাধা-প্রদানে বৈষম্য, পাঁচ দিনের জোড় আয়োজনের বৈষম্যসহ ৬ দফা কর্মসূচি ঘোষণা করা হয়। আগামী ২০ জানুয়ারীর মধ্যে এ সকল কর্মসূচির মীমাংসা না হলে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান কর্মসূচির ঘোষণা করা হয় সংবাদ সম্মেলনে। এ সময় উপস্থিত ছিলেন সচেতন ছাত্র সমাজের পক্ষে মোঃ হাসনাইন, আব্দুর রহমান, বিল্লাল হোসেন, ইব্রাহীম খলিল, জিহাদ।

 

এমআর/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর