সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫, ১২:১৬ পূর্বাহ্ন

মোংলায় ভটবটি উল্টে দুইজন নিহত

বাগেরহাট প্রতিনিধি / ৪৬ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫

বাগেরহাটের মোংলায় ভটবটি উল্টে দুইজনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও দুজন। আহতদের মধ্যে একজনকে খুলনা মেডিকেলে পাঠানো হয়েছে। গতকাল বুধবার (১৫ জানুয়ারি) দিবাগত রাত ২টার দিকে মোংলার চাপড়া এলাকায় রাস্তায় পাথরের স্তূপে ধাক্কা লেগে ভটবটি উল্টে এঘটনা ঘটে।

 

মোংলা থানার ওসি মো. আনিছুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

 

আরও পড়ুন: সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে কিশোরগঞ্জে মামলা

 

জানা যায়, ঘটনাস্থলে মারা যান ভটবটিচালক দিদার মোল্লা (২৫)। পরে হাসপাতালে নেয়ার পথে মারা যান রোকন উদ্দিন খোকন (৬০)। আর আহত ওয়াহেদ মল্লিককে (৪০) রাতেই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন মিলন মল্লিক (৩৫)।

 

নিহত ভটবটিচালক দিদারের বাড়ি খুলনার দাকোপ উপজেলার বানীশান্তায়। নিহত রোকন উদ্দিন খোকনের বাড়ি মোংলার সোনাইলতলায়। এছাড়া আহতদের সকলের বাড়িও সোনাইলতলা এলাকায়।

 

আরও পড়ুন: শৈত্যপ্রবাহের কবলে পঞ্চগড়

 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি মিলন মল্লিক বলেন, তারা পেশায় পরবাসী (ধান কাটা শ্রমিক)। সবাই মিলে খুলনার দাকোপ উপজেলার লাউডোব এলাকায় ধান কাটতে গিয়েছিলেন। ধান কাটার পারিশ্রমিক বাবদ তারা ৭১ বস্তা (৭০/৮০মণ) ধান পান। সেই ধান মোংলার মাছমারার সেলিমের মিলে নামিয়ে রেখে ওই ধানবাহী ভটবটিতে করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে দুর্ঘটনায় এ হতাহতের ঘটনা ঘটে।

 

এ ঘটনায় পরিবারের কোনো আপত্তি না থাকায় মরদেহ পরিবারের জিম্মায় দেয়া হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হবে।

মো. আনিসুর রহমান, ভারপ্রাপ্ত কর্মকর্তা মোংলা থানা 

 

এমআর/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর