রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০৩:৪১ পূর্বাহ্ন

চলতি সপ্তাহেই লেস্টার সিটি ছাড়ছেন হামজা

ক্রীড়া ডেস্ক / ১৬৬ Time View
Update : সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫

দলবদলের বাজারে ফ্যাব্রিজিও রোমানো নামটা সম্ভবত সবচেয়ে বেশি বিশ্বস্ত। স্কাই ইতালিয়ার এই সাংবাদিকের নজর এড়িয়ে ফুটবলে দলবদল ঘটছে, এমন ঘটনা অন্তত সাম্প্রতিক বছরগুলোতে হয়নি। সেই রোমানোই এবারে খবর পাঠালেন বাংলাদেশি দর্শকদের। ইংলিশ প্রিমিয়ার লিগে লাল-সবুজের প্রতিনিধি হামজা চৌধুরীর দলবদল প্রাথমিকভাবে হয়ে গেছে বলে জানালেন এই ইতালিয়ান সাংবাদিক।

 

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক টুইট করে রোমানো জানালেন, চ্যাম্পিয়শিপের দল শেফিল্ড ইউনাইটেডের সঙ্গে মৌখিকভাবে চুক্তি সম্পন্ন করেই ফেলেছে দুই পক্ষ। লেস্টার সিটির কোচ র‍্যুড ভ্যান নিস্টেলরয় নিজেই জানিয়েছেন, চলতি সপ্তাহেই চুক্তি সম্পন্ন করে ফেলতে পারেন তারা। সেক্ষেত্রে আগামী জুন পর্যন্ত দ্য ব্লেডসদের জার্সিতে দেখা যাবে হামজাকে।

 

আরও পড়ুন: আবারও পয়েন্ট হারালো রোনালদোর আল নাসর

 

বেশ কিছুদিন ধরেই শেফিল্ড ইউনাইটেডের নজরে ছিলেন হামজা চৌধুরী। এই চুক্তির জন্য বেশ মুখিয়েই ছিল গত মৌসুমে প্রিমিয়ার লিগ থেকে অবনমনের শিকার হওয়া দলটা। চুক্তি অনুযায়ী, চলতি মৌসুমের শেষ পর্যন্ত শেফিল্ডে ধারে খেলতে যাবেন হামজা। আর বেতনাদি পরিশোধ করবে শেফিল্ডই। রোমানোর সেই টুইট অনুযায়ী, আগামী এক সপ্তাহের মাঝে চূড়ান্ত হবে দলবদল।

 

ইংলিশ ফুটবলের কাঠামো অনুযায়ী, প্রথম বিভাগ চ্যাম্পিয়নশিপের ৩য় থেকে ৬ষ্ঠ স্থানে থাকা চারদল অংশ নেয় প্রিমিয়ার লিগ কোয়ালিফিকেশনে। আর শীর্ষ দুই দল সরাসরি চলে যাবে প্রিমিয়ার লিগে। শেফিল্ড আপাতত আছে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে। আর এই লিগে শীর্ষে আছে লিডস ইউনাইটেড।

 

অবশ্য প্রিমিয়ার লিগে লেস্টার সিটিও যে খুব সুবিধাজনক অবস্থায় আছে এমনটা বলা চলে না। ২৩ ম্যাচ শেষে অবনমন অঞ্চল থেকে মাত্র একধাপ ওপরে তারা। ১৭ পয়েন্ট নিয়ে ১৭তম স্থানে আছে দ্য ফক্সেসরা।

 

এমআর/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর