মঙ্গলবার, ২৪ জুন ২০২৫, ০৯:৩৩ পূর্বাহ্ন

ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক / ৮৯ Time View
Update : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫
ছবি সংগৃহীত

ইউক্রেনে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এ হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছে। আজ রোববার (২ ফেব্রুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

 

শনিবার (১ ফেব্রুয়ারি) ইউক্রেনের বিমান বাহিনী বলেছে, রাশিয়া ১২৩টি ড্রোন ও ৪০টির বেশি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এর মধ্যে ৫৬টি ড্রোন ভূপাতিত করা হয়েছে এবং ৬১টির গতিপথ পরিবর্তন করে দেয়া হয়েছে। তবে কয়টি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে সেই সম্পর্কে কিছু জানায়নি ইউক্রেন বাহিনী।

 

আরও পড়ুন: কানাডা-মেক্সিকো-চীনের ওপর শুল্ক আরোপ করলেন ট্রাম্প

 

ইউক্রেনের জ্বালানি পরিষেবা জানিয়েছে, পোলতভায় একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে, এতে আটজন নিহত হয়েছে। নিহতের মধ্যে একজন শিশুও আছে। সেইসঙ্গে আরও ১৭ জন আহত হয়েছে।

 

এ ছাড়া রাশিয়ার হামলায় প্রায় ১৮টি ভবন, একটি কিন্ডার্গাটেন এবং একটি জ্বালানি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। খারকিভের মেয়র বলেছেন, ড্রোন হামলায় এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন।

 

সুমির আঞ্চলিক কর্মকর্তারা বলেছেন, হামলায় টহলরত পুলিশের তিনজন কর্মকর্তা নিহত হয়েছেন।

 

আরও পড়ুন: ওয়াশিংটন ট্রাজেডির দু’দিন পরে যুক্তরাষ্ট্রে ফের প্লেন দুর্ঘটনা

 

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কার্যালয় জানিয়েছে, খারকিভ, খামেলনিতস্কি, কিয়েভ, ওডেশা, সুমি ও জাপোরিঝিয়া অঞ্চলে হামলা হয়েছে।

 

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, আমাদের বাহিনী ইউক্রেনের গ্যাস ও অন্যান্য জ্বালানি স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে। সেইসঙ্গে গত ২৪ ঘণ্টায় ইউক্রেনের ছোড়া ১০৮টি ড্রোন ভূপাতিত করেছে।

 

এমআর/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর